দীর্ঘ দেড় বছর পর যুক্তরাষ্ট্রের করোনা টীকা নেওয়া নাগরিকদের জন্য স্থল সীমান্ত খুলে দিল কানাডা। ২০২০ সালের মার্চের পর প্রতিবেশী দেশটির নাগরিকদের জন্য প্রথমবার এই ব্যবস্থা নিল কানাডা। এমন খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
প্রতিবেদনে বলা হয়, এই কর্মসূচির আওতায় একাধিক শর্ত মানতে হবে। আবেদনপত্র পূরণসহ সফরকারীদের অবশ্যই কানাডা অনুমোদিত স্বাস্থ্য দফতরের কাছে পুরো ভ্যাকসিন নেওয়ার প্রমাণ এবং ভ্রমণের ৭২ ঘণ্টা আগে নেওয়া করোনা পরীক্ষার নেগেটিভ ফলাফল জমা দিতে হবেI
অবশ্য যুক্তরাষ্ট্র থেকে কতজন দৈনিক কানাডায় ঢুকতে পারবে তা এখনও খোলাসা করেনি কানাডার বর্ডার সার্ভিসেস এজেন্সি।