লেবানন থেকে দ্বিতীয় দফায় আগামী বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় ৬৫ বাংলাদেশি দেশে ফেতর আসবেন। প্রথম দফায় আগামীকাল সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যায় ৫৪ জন দেশে এসে পৌঁছাবেন।রোববার (২০ অক্টোবর) লেবাননের স্থানীয় সময় বৈরুতের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে। এদিন রাত ১১টার দিকে বিমানে করে প্রথম দফার ৫৪ জনের জেদ্দার উদ্দেশে রওনা দেওয়ার কথা আছে।

এতে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার (২২শে অক্টোবর) রাত ১০টা ৫০ মিনিটে বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬৫ জন প্রবাসী বাংলাদেশি সৌদি আরবের শহর জেদ্দার উদ্দেশে রওনা হবেন। সেখান থেকে তারা সন্ধ্যা ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে পৌঁছাবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রবাসীরা ভিসা প্রক্রিয়ার অর্ধেক ফি পরিশোধ করেই দেশে ফিরতে পারবেন। এজন্য তাদের জেনারেল সিকিউরিটি দপ্তরে ৫৫ ডলার সমপরিমাণ অর্থ পরিশোধ করতে হবে। এ ছাড়া অবৈধ প্রবাসীদের জরিমানা মওকুফ করেছে লেবানন সরকার।