সুর তো বটেই, এমনকি ভিডিওচিত্রেও নকলের অভিযোগ উঠলো জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস-এর বিরুদ্ধে।
গ্রীষ্মের নতুন সিঙ্গেল ‘পারমিশন টু ড্যান্স’ রিলিজের পরপরই একে একে অনেকেই বলছেন, ওয়ান ডিরেকশন-এর ২০১১ সালে মুক্তি পাওয়া ‘হোয়াট মেইকস ইউ বিউটিফুল’ শুনছি বলে মনে হচ্ছে।
সুরের ক্ষেত্রে সাধারণত পুরোপুরি নকল করার কথা নয় বিটিএস-এর মতো নামকরা ব্যান্ডের। তালটা ঠিক রেখে সুরে খানিকটা এদিক-ওদিক করে নিয়েছে, এমনটাই বলছেন সবাই। আর এখানে তো ভক্তের কানজোড়াই বড় আদালত। সেটাকে ফাঁকি দেয় কার সাধ্য!
শুধু সুরেই নয়, ইংলিশ-আইরিশ ছেলেদের ব্যান্ড দল ওয়ান ডিরেকশন-এর আরেকটি গানের চিত্রায়ণের সঙ্গেও বেশ মিল পাওয়া যাচ্ছে ‘পারমিশন টু ড্যান্স’-এর। ওই গানটা হলো ২০১৪ সালের হিট গান ‘স্টিল মাই গার্ল’।
বিটিএস-এর দিনে দিনে পশ্চিমাকরণ নিয়েও এখন কথা উঠছে সামাজিক মাধ্যমগুলোতে। এর আগেও দুটো ইংরেজি সিঙ্গেল বের করেছিল বিটিএস-‘ডায়নামাইট’ ও ‘বাটার’। ‘পারমিশন টু ড্যান্স’ গানটির কথা লিখেছেন এড শিরান।
তবে মিল-অমিল যতই থাকুক, বিটিএস মানেই রেকর্ড। আর সে পথেই যাচ্ছে নতুন গানটি। উল্টো বিতর্ক যেন উসকে দিয়েছে শ্রোতাদের। প্রিমিয়ারের মাত্র ৫ ঘণ্টায় বাগিয়ে নিয়েছে ২ কোটি ৩৮ লাখ ভিউ!