শাহরুখ খান, ভক্তদের কাছে নামই যথেষ্ট। কিছুদিন আগে তার প্রযোজনায় একটি ছবির ট্রেলার পোস্ট করেছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে। এবার ভক্তদের চমকে দিয়ে পোস্ট করলেন তার নতুন বিজ্ঞাপনের ভিডিও।
ছেলে আরিয়ানের মাদককাণ্ডের পর সামাজিক যোগাযোগমাধ্যম থেকে প্রায় হারিয়ে গিয়েছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। তারপর আবার সচল হতে থাকেন ভার্চুয়াল দুনিয়ায়।
ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে শাহরুখের দেওয়া নতুন বিজ্ঞাপনের ভিডিওটি। টুইটারে ট্রেন্ডিং হতে থাকে #Pathan, #ShahRukhKhan, #WelcomeBackKingSRK।
The temperature is soaring high, with the look of King Khan in the new Thums Up TVC. #ShahRukhKhan pic.twitter.com/28c1jfImQq
— Shah Rukh Khan Universe Fan Club (@SRKUniverse) February 22, 2022
বিজ্ঞাপনে পাঠানের লুকে ধরা দেন শাহরুখ, যে লুক মনে করায় ডন-২ ছবির শাহরুখকে। অ্যাকশনে ভরপুর সেই ভিডিওতে চলন্ত ট্রেনে স্টান্ট করতে দেখা গেছে অভিনেতাকে। স্টাইল আর অ্যাটিটিউডে ঝড় তুলেছেন কিং খান।
ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘নাম তো সুনা হোগা মেরি জান? এক সফট নয় তুফান বলে।’
আগামী ছবি ‘পাঠান’-এ এই লুকেই ধরা দেবেন শাহরুখ। সেই ভিডিও শেয়ার করে ভক্তরা হিন্দিতে লিখছেন, ‘তুফান আ গয়া’। কেউ কেউ আবার পাঠান তাড়াতাড়ি রিলিজ করার আর্জিও জানান কিং খানের কাছে।