বাংলাদেশের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পাওয়া জেমি সিডন্স করোনা আক্রান্ত হয়েছেন। গত কয়েকদিন ধরেই খুসখুসে কাশি ছিল। শুক্রবার করোনা পরীক্ষা করা হয়। পরীক্ষার রিপোর্টে সিডন্সের করোনা পজেটিভ ধরা পড়ে। বিসিবি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

করোনা আক্রান্ত হলেও শারীরিক অবস্থা বেশ ভালো সিডন্সের। ঢাকার স্থানীয় এক হোটেলে অবস্থান করছেন তিনি।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) জাতীয় দলের অনুশীলনের জার্সি গায়ে একাডেমির এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত ঘুরে বেড়িয়েছেন সিডন্স। খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছেন উইকেট। মিরপুরের ইনডোর, আউটডোরের পাশাপাশি একাডেমিও পরিদর্শন করেছেন। সঙ্গে ছিলেন বিসিবির কিউরেটর গামিনি ডি সিলভা ও গ্রাউন্ডস ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেন। এ সময় গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিজ কমিটির ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেন তাকে বিভিন্ন বিষয় বুঝিয়েও দিচ্ছিলেন।

বিপিএল-এর খেলা থাকায় জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে কাজ করার সুযোগ নেই সিডন্সের। তাই শিষ্যদের খেলা দেখতে নিয়মিত মাঠে আসছেন। সিলেটের ভেন্যুতেও গিয়েছিলেন সাকিব-তামিমদের নতুন এই ব্যাটিং কোচ।