চিত্রনায়িকা মাহিয়া মাহি এর দ্বিতীয় বিয়ে নিয়ে কয়েক মাস ধরেই অনেক গুঞ্জন চলছিল। মাহির নানা ইঙ্গিতপূর্ণ পোস্টকে ঘিরেই ছড়িয়েছে সেসব গুঞ্জন। অবশেষে সেই গুঞ্জন শেষ হয়েছে ১৩ সেপ্টেম্বর মাহির দেওয়া ফেসবুক পোস্টকে ঘিরে। দ্বিতীয় বিয়ের ছবি পোস্ট করেছেন তিনি। পাত্র মাহির দীর্ঘদিনের ‘বন্ধু’ রাজনীতিবিদ ও ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রাকিব।

এটি মাহি ও কামরুজ্জামান সরকার রাকিব দুজনেরই দ্বিতীয় বিয়ে। কামরুজ্জামান সরকারের প্রথম সংসারে দুটি সন্তান রয়েছে। যদিও মাহি জানিয়েছেন, স্বামীর আগের সংসারের সন্তানদের সঙ্গে এখনো দেখা হয়নি তার।

এর আগে, ২০১৬ সালের ২৫ মে জমকালো আয়োজনে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে প্রথম বিয়ে করেছিলেন মাহিয়া মাহি। চলতি বছরের মে মাসে মাহি প্রথম স্বামী অপুর সাথে ছাড়াছাড়ি হওয়ার বিষয়টি জানান। এরপর গুঞ্জন ওঠে কামরুজ্জামান সরকার রাকিব নামের এক রাজনীতিক-ব্যবসায়ীকে বিয়ে করছেন মাহি।