বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের কণ্ঠে এবার শোনা গেল দুই বাংলার সবচেয়ে ভাইরাল রাজনৈতিক মঞ্চের স্লোগান ‘খেলা হবে’। সদ্য মুক্তি পাওয়া ‘রকি ও রানি কি প্রেম কাহানি’র ট্রেলারে এমনটাই বলতে শোনা গেছে অভিনেত্রীকে। এ সিনেমার মধ্য দিয়ে ২৫ বছর পর আবারও সম্পর্কের গল্প বলবেন করণ জোহর। তিন মিনিটের ট্রেলারে চমকে দিলেন পারিবারিক সম্পর্কে নানা বাঁক ছুঁয়ে। যাতে বাঙালি চরিত্রে আলিয়া আর রণবীর রয়েছেন পাঞ্জাবির ভূমিকায়।
পাঞ্জাবি রানধাওয়া পরিবারের সন্তান রকি। অন্যদিকে বাঙালি চট্টোপাধ্যায় পরিবারের সন্তান রানি। একেবারে দুই ভিন্ন ধরনের চরিত্রের মানুষ হওয়া সত্ত্বেও একে অপরের প্রেমে পড়ে রকি আর রানি।
কিন্তু তাদের প্রেম কাহিনিকে পরিণতি দিতে মরিয়া চেষ্টা দু’জনের। সব শেষে তারা এই সিদ্ধান্তে উপনীত হন যে তিন মাস করে তারা একে অপরের বাড়িতে থাকবে। অর্থাৎ ‘স্যুইচ’ অপারেশন। যদি এই তিন মাস তারা টিকে যেতে পারেন, তাহলে বিয়ের পরের পঞ্চাশ বছরও নির্বিঘ্নে কাটাতে পারবেন।
তবে ট্রেলারের বিভিন্ন অংশ দেখে বেশ বোঝা যাবে দুই পরিবারের কেউই একে অপরকে পছন্দ করছেন না। হাসি মজার মোড়কে প্রেম, ভালোবাসা, লড়াই, মন ভাঙার গল্প বলবে কর্ণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’।
সিনেমায় বাঙালি কন্যার চরিত্রে আলিয়া ভাট। শাড়ি, চোখে মোটা কাজল, কপালে ছোট্ট টিপ পরে খুবই সুন্দ দেখাচ্ছে তাকে। তার পরিবারের সদস্যরা চূর্ণী গঙ্গোপাধ্যায়, টোটা রায়চৌধুরী, শাবানা আজমি। শিক্ষিত, মার্জিত, সাংস্কৃতিক ও শৈল্পিক সত্ত্বা সম্পন্ন এক পরিবার।
এ পরিবার আর পাঁচটা বাঙালি পরিবারের মতোই যাদের বাড়িতে টাঙানো থাকে রবীন্দ্রনাথ ঠাকুরের বড় একটি ছবি। এবং খুবই ফিল্মি কায়দায় রবীন্দ্রনাথকে চিনতে পারে না পাঞ্জাবী রকি। তেমনই পাঞ্জাবি বড়লোক বাড়ির ছেলে রকি।
সম্ভ্রান্ত পাঞ্জাবি পরিবার, অঢেল অর্থ কিন্তু ছেলে পড়াশোনায় বিশেষ দূর এগোতে পারেনি, যার ভোট দেওয়ার নাগরিক অধিকার সম্পর্কেও বিশেষ জ্ঞান নেই। এমনই দুই পরিবার যখন মুখোমুখী দাঁড়ায়, তার পরিণাম কী হয়, সেটা দেখা যাবে প্রেক্ষাগৃহে। আলিয়া ভাটের মুখে ‘খেলা হবে’ সংলাপ অবশ্য অবাক করতে পারে বাঙালি দর্শককে।
সোশ্যাল মিডিয়ায় ট্রেলার প্রকাশ হওয়ার পর দর্শকদের একাংশ যেমন করণ জোহরের ‘লার্জার দ্যান লাইফ’ সিনেমার প্রশংসা করেছেন, তেমনই একাংশ বাঙালি ও পাঞ্জাবিদের বাঁধাধরা ছকে ফেলার অভিযোগ তুলেছেন। এখন সময় বলবে এ সিনেমা দর্শক কতটা পছন্দ করছেন। আগামী ২৮ জুলাই মুক্তি পাচ্ছে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’।