তুর্কমেনিস্তানের প্রেসিডেন্ট নির্দেশ দিয়েছেন দেশটির ‘নরকের দরজা’ বলে পরিচিত মরু গর্তের আগুন নিভিয়ে ফেলার জন্য। কারাকুম মরুভূমির একটি গর্তে কয়েক দশক ধরে এই আগুন জ্বলছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

প্রেসিডেন্ট গুরবাঙ্গুলি বেরদিমুখামেদভ পরিবেশ ও স্বাস্থ্যগত কারণে এটি বন্ধ করতে চান। একই সঙ্গে গ্যাস রফতানির উদ্যোগ বাড়ানোর লক্ষ্যও রয়েছে তার।

কারাকুম মরুভূমির দারভাজা গর্তের সৃষ্টি নিয়ে রহস্য ছড়িয়ে আছে। অনেকে মনে করেন, ১৯৭১ সালে সোভিয়েত খননের সময় এটি সৃষ্টি হয়। কিন্তু ২০১৩ সালে কানাডার অনুসন্ধানকারী জর্জ কৌরোনিস গর্তের গভীরতা পরীক্ষা করেন। তিনি আবিষ্কার করেন, প্রকৃতপক্ষে কেউ জানে না কীভাবে এই গর্ত সৃষ্টি হয়েছে।

স্থানীয় তুর্কমেন ভূতত্ত্ববিদদের মতে, ১৯৬০-এর দশকে এই বড় আকারের গর্ত তৈরি হয়। কিন্তু আশির দশকে এতে আগুন জ্বলতে শুরু করে।

এই গর্তটি তুর্কমেনিস্তানে পর্যটকের অন্যতম জনপ্রিয় স্থান।

টেলিভিশনে প্রচারিত এক বক্তব্যে দেশটির প্রেসিডেন্ট বলেন, আমরা মূল্যবান প্রাকৃতিক সম্পদ হারাচ্ছি। যা দিয়ে আমার অনেক মুনাফা অর্জন করতাম এবং সেগুলো আমাদের জনগণের কল্যাণে ব্যয় করা যেত।

কর্মকর্তাদের গর্তের আগুন নেভানোর জন্য একটি উপায় বের করার জন্য নির্দেশ দিয়েছেন তিনি।

শোনা যায়, বেশ কয়েকবার এই গর্তের আগুন নেভানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। ২০১০ সালেও প্রেসিডেন্ট বেরদিমুখামেদভ বিশেষজ্ঞদের আগুন নেভানোর উপায় বের করতে নির্দেশ দিয়েছিলেন। ২০১৮ সালে তিনি আনুষ্ঠানিকভাবে এটির নামকরণ করেন ‘শাইনিং অব কারাকুম’।