যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বেপরোয়া প্রাইভেটকারের চাপায় নোয়াখালীর সোনাইমুড়ীর প্রবাসী অনুভব খান মুন্না বরকত (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯টার দিকে নিউইয়র্কের ম্যানহাটন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অনুভব খান মুন্না বরকত নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নবগ্রামের মালের বাড়ির জালাল আহম্মদের ছেলে। দেওটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূরুল আমিন শাকিল বিষয়টি নিশ্চিত করেন।

নিহতের স্বজনদের বরাত দিয়ে তিনি জানান, বৃহস্পতিবার রাত প্রায় ৯টার দিকে মুন্না মোটরসাইকেলে করে খাবার ডেলিভারি দেয়ার সময় একটি বেপরোয়া গাড়ির চাপায় গুরুত্বর আহত হন। পরে পুলিশ তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে ম্যানহাটনের বেলভিউ হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

আমেরিকান-বাংলাদেশি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শরিফ হোসেন জানান , মুন্না ম্যানহাটনে মোটরসাইকেলে করে খাবার ডেলিভারির কাজ করতেন এবং ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ড এলাকায় বসবাস করত। তিন বছর আগে তিনি বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে আসেন। তার মৃত্যুতে বাংলাদেশী কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।