নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ব্রিটেনের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন যুক্তরাজ্যের প্রবাসী বর্ষীয়ান লেখক, সাংবাদিক ও জনপ্রিয় কলামিস্ট আবদুল গাফফার চৌধুরী। গত শুক্রবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

আবদুল গাফফার চৌধুরীর মেয়ে বিনীতা চৌধুরী জানান, নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন তার বাবা। শ্বাসকষ্ট দেখা দেওয়ায় গতকাল বুধবার পর্যন্ত তাকে অক্সিজেনের সহায়তা দেয়া হচ্ছিল। চিকিৎসক বলেছেন ভয়ের কিছু নেই। অবস্থা স্থিতিশীল রয়েছে।

মঙ্গলবার ন্যাম সম্মেলনে যোগদানের জন্য সার্বিয়া সফররত পররাষ্ট্রমন্ত্রী এক বার্তায় বলেন, নিউমোনিয়া ও আর্থ্রাইটিসসহ অন্যান্য জটিলতার কারণে হাসপাতালে চিকিৎসাধীন গাফফার চৌধুরীকে সৃষ্টিকর্তা যেন দ্রুত আরোগ্য ও পরিপূর্ণ সুস্থতা দান করেন।

উল্লেখ্য, যুক্তরাজ্যপ্রবাসী স্বনামধন্য এ সাংবাদিক স্বাধীনতা যুদ্ধে মুজিবনগর সরকারের মাধ্যমে নিবন্ধিত স্বাধীন বাংলার প্রথম পত্রিকা সাপ্তাহিক জয় বাংলার প্রতিষ্ঠাতা নির্বাহী সম্পাদক ছিলেন। তিনি ভাষা আন্দোলনের স্মরণীয় গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’র রচয়িতা।