এমন একটি ভিডিও কোন দায়িত্ব সচেতন গণমাধ্যমে প্রচারিত হলে নিশ্চিত বড় করে লেখা থাকত- এটি বাড়িতে বা নিজে চেষ্টা করবেন না, যা আপনার প্রাণহানির কারন হতে পারে। তবে এমন কিছুই ঘটেনি। গা হিম করা স্থানে দাঁড়িয়ে হাসিমুখে বিজ্ঞাপণের শুটিং করেছেন এক তরুণী।

নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই বিশ্বের সবচেয়ে উঁচু বহুতল ভবন দুবাইয়ে বুর্জ খলিফার চূড়ায় বিজ্ঞাপনের শুটিং করেছেন ওই তরুণী। এতে ব্রিটেনে যাওয়ার জন্য এমিরেটসের বিমান ব্যবহার করতে বলা হয়েছে। তবে এভাবে বিজ্ঞাপনের শুটিং করায় এমিরেটসের সমালোচনা করেছেন অনেকে।

ভিডিওতে দেখা গেছে, বুর্জ খলিফার চূড়ায় দাঁড়িয়ে আছেন এক তরুণী। তার পরনে এয়ার হোস্টেজের পোশাক। হাতে কয়েকটা প্ল্যাকার্ড। আর এতে লেখা রয়েছে এমিরেটস এয়ারলাইন্স সম্পর্কে বেশ কিছু তথ্য।

মূলত বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য মাটি থেকে দুই হাজার ৭২৩ ফুট উঁচুতে তুলে দেওয়া হয়েছিল নিকোল স্মিথ লুডউইক নামে ওই তরুণীকে।

পরে অবশ্য জানা যায়, ভিডিওতে এমিরেটসের ইউনিফর্ম পরে দাঁড়িয়ে থাকা তরুণী আসলে একজন স্কাইডাইভার। বিজ্ঞাপনের প্রয়োজনে বিমানবালার পোশাক পরেছিলেন তিনি।