আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় নির্বাচনী প্রতীক ‘নৌকা’ মার্কায় ভোট চেয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নৌকার মার্কায় ভোট দিলেই দেশের উন্নয়ন হয় বলেও জানান তিনি।িআজ শনিবার (১লা জুলাই) নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ার মানুষের সাথে ঈদের শুভেচ্ছ বিনিময় অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেছেন, আওয়ামী লীগ দেশের স্বাধীনতা এনেছে, দেশের অর্থনৈতিক মুক্তি, আর্থ-সামাজিক উন্নয়ন এবং দেশবাসীর জন্য খাদ্য, বস্ত্র ও বাসস্থানের ব্যবস্থা করেছে। তাই আগামী সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকা প্রতীকে ভোট দিন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা দেশের উন্নয়ন চোখে দেখে না, সমালোচনা করে তারাও সেই উন্নয়নের সুফল ভোগ করে। তাদের করুনা করা ছাড়া আর কিছু করার নেই।

আওয়ামী লীগ ক্ষমতায় এলে সাধারণ মানুষের ভাগ্য বদলে যায় উল্লেখ করে শেখ হাসিনা গত সাড়ে ১৪ বছরে দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে তার সরকারের প্রচেষ্টা সংক্ষেপে তুলে ধরেন। একই সঙ্গে এসব উন্নয়ন যারা দেখতে পায় না, তাদের কঠোর সমালোচনা করে তিনি তাদের উদ্দেশে বলেন, তারা এ উন্নয়নের সুফল কিন্তু ঠিকই ভোগ করছেন।

প্রধানমন্ত্রী বলেন, যারা আওয়ামী লীগকে কখনো ক্ষমতায় দেখতে চায় না এবং দেশের উন্নয়নও দেখতে পায় না, তাদের ব্যাপারে আমার কিছুই বলার নেই। যারা দেশের উন্নয়ন চায় না, তাদের চ্যালেঞ্জ করে প্রধানমন্ত্রী বলেন, তিনি অবশ্যই দেশের এ উন্নয়ন অব্যাহত রাখবেন।

শেখ হাসিনা বলেন, আমি নিজের বাবা-মা ও ভাই হারিয়েছি। আপনারাই (কোটালীপাড়ার মানুষ) আমার আপনজন। আপনারা সবসময় আমার জন্য কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, আমি নিজের আত্মীয়-স্বজন ও অন্যদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় না করেই কোটালীপাড়ার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে গোপালগঞ্জে এসেছি।

নিজ নির্বাচনী এলাকার মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়ের জন্য দুইদিনের সফরে সকালে সড়ক পথে গোপালগঞ্জের কোটালীপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল আটটায় গণভবন থেকে রওনা হয়ে সড়ক পথে পদ্মাসেতু পার হয়ে সকাল ১১টায় কোটালীপাড়ায় পৌঁছান। সেখানে প্রধানমন্ত্রীকে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা স্বাগত জানান।

কোটালী পাড়ায় পৌছে শেখ হাসিনা উপজেলা শাখা আওয়ামী লীগের নবনির্মিত কার্যালয় উদ্বোধন করেন। সেখানে তিনি আম, নিম ও বকুল গাছের চারা রোপন করেন।

পরে প্রধানমন্ত্রী কোটালীপাড়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় প্রধানমন্ত্রী বলেন, সব হারিয়ে দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্যই কাজ করে যাচ্ছেন তিনি। কোটারী পাড়া থেকে বিকেলে টুঙ্গিপাড়া যাবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।