উন্নতির ছাপটা স্পষ্ট হচ্ছিল ধীরে ধীরে। মাউন্ট মঙ্গুনইতে বাংলাদেশ জিতেছিল দারুণ এক টেস্ট, তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ব্যাটাররা। এর মধ্যে বিসিবি ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়ে আসে জেমি সিডন্সকে। তখনও অবশ্য বলা হচ্ছিল, ব্যাটিং কোচ থাকবেন অ্যাশওয়েল প্রিন্স।

তবে এই দায়িত্বে আর থাকছেন না তিনি। তার পদত্যাগের খবর দিয়েছে দক্ষিণ আফ্রিকার দৈনিক ইন্ডিপেন্ডেট।

তাদের ওয়েবসাইটে এক প্রতিবেদনে জানিয়েছে, পরিবারকে সময় দিতেই দায়িত্ব ছেড়েছেন প্রিন্স।

দক্ষিণ আফ্রিকার পত্রিকাটি জানিয়েছে, আগামী মাসে দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ দলের সঙ্গে থাকবেন না প্রিন্স। প্রোটিয়াদের হয়ে ১১৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলা প্রিন্স বাংলাদেশের কোচিং স্টাফে যোগ দেন স্বদেশি হেড কোচ রাসেল ডমিঙ্গোর সঙ্গে।

গত বছর শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত শুরুতে চুক্তি করেন প্রিন্স। পরে ছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেও।