পশ্চিম ইউরোপে ভয়াবহ বন্যায় অন্তত ১২০ জনের মৃত্যু হয়েছে এবং কয়েকশ’ মানুষ নিখোঁজ রয়েছেন। কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে জার্মানি, বেলজিয়ামসহ অঞ্চলটির কয়েকটি দেশে।

রেকর্ড বৃষ্টিপাতের ফলে নদীর পানিতে বন্যা দেখা দিয়েছে। এতে পশ্চিম ইউরোপ বিপর্যস্ত অবস্থায় পড়েছে। জার্মানিতেই মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে। চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে দৃঢ় লড়াইয়ের আহ্বান জানিয়েছেন।

বেলজিয়ামের সংবাদমাধ্যমে ২২ জনের মৃত্যুর কথা বলা হয়েছে। নেদারল্যান্ডস, লুক্সেমবার্গ ও সুইজারল্যান্ডেও বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। জার্মানিতে রাইনল্যান্ড-পালাটাইনেট ও উত্তর রাইন-ওয়েস্টফালিয়া রাজ্য বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিজ্ঞানীরা বারবার সতর্ক করে আসছেন যে, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের এমন রেকর্ড বৃষ্টিপাত হতে পারে। জার্মানির পশ্চিমাঞ্চলীয় একটি শহরে ১ হাজার ৩০০ মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

৭০০ বাসিন্দার শুল্ড গ্রামটি একেবারে ধ্বংস হয়ে গেছে। কোলনের কাছে একটি শহরে ঘরের একটি সারি ভেঙেছে বন্যার পানিতে। বেলজিয়াম সীমান্তের কাছে একটি গুরুত্বপূর্ণ বাঁধ উপচে পানি আসছে। কিন্তু এখনও তাতে ভাঙন ধরেনি বলে জানিয়েছেন কর্মকর্তারা।

জার্মানিতে বন্যায় উদ্ধার ও তল্লাশির কাছে ১৫ হাজার পুলিশ, সেনা ও জরুরি সেবার কর্মী মোতায়েন করা হয়েছে।