দুর্ঘটনাবশত ভারতের একটি ক্ষেপণাস্ত্র পড়েছে পাকিস্তান ভূখণ্ডে। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারত। শুক্রবার (১১ মার্চ) এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ভারতীয় ক্ষেপণাস্ত্র পাকিস্তানের সীমান্ত এলাকায় প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পাকিস্তান দাবি করেছে, তাদের আকাশ সীমানার ১০০ কিলোমিটারের বেশি উড়েছিল এটি। উচ্চতা ছিল ৪০ হাজার ফুট। পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শহর মিয়া চান্নুর কাছে বিধ্বস্ত হয়। ক্ষেপণাস্ত্রটিতে ওয়ারহেড না থাকায় বিস্ফোরণ ঘটেনি বলে জানায় ইসলামাবাদ।

বৃহস্পতিবার ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রযুক্তিগত ত্রুটি বর্ণনা করে গভীর দুঃখ প্রকাশ করেছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, নিয়মিত রক্ষণাবেক্ষণের সময় গত ৯ মার্চ দুর্ঘটনাবশত ছোড়া হয় ক্ষেপণাস্ত্রটি। ভারত সরকার বিষয়টি গুরুতরভাবে নিয়েছে। এ ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

এই ঘটনায় ভারতের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির আকাশসীমা লঙ্ঘনের প্রতিবাদও করেছে দেশটি।