কথায় বলে তেলে আর জলে কখনো মেলেনা। সেটিকে কথার কথা হিসেবেই প্রমাণ করে ছাড়ল মেহেরপুরের এক পেট্রল পাম্প। পানি মিশ্রিত পেট্রল বিক্রির অপরাধে মেহেরপুরের গাংনীর হোসেন ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম এই জরিমানা প্রদান করেন।

আলম জানান, মঙ্গলবার সকালে কয়েকজন মোটরসাইকেল মালিক মেসার্স হোসেন স্টেশন থেকে পেট্রল কেনেন। পেট্রল নেওয়ার পর মোটরসাইকেল বন্ধ হয়ে যায়। এসময় পেট্রলের মধ্যে পানি ধরা পড়ে। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানালে সহকারী কমিশনার (ভূমি) ফিলিং স্টেশনে গিয়ে ঘটনার সত্যতা পান।

এসময় স্টেশন মালিক এমদাদুল হক তার অপরাধ স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে একলাখ টাকা জরিমানা করেন। ফিলিং স্টেশন মালিক তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করেন।