ঢাকার শোবিজ অঙ্গনে নতুন গুঞ্জন কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা প্রেম করছেন। মানুষের মন্তব্যের ওপরেই ভর করে গুঞ্জন ছড়াচ্ছে, তা নয়। মূলত ইনস্টাগ্রামের দু’জনের কথোপকথনের আন্তরিকতার সূত্র ধরেই এমন গুঞ্জন ডালপালা মেলেছে। সম্প্রতি প্রভা তার ইন্সটাতে ‘একটা ফ্রাইডে পিকচার’ ক্যাপশনে সাদা শিফনের কামিজের সঙ্গে হালকা সাদা ফুলের বেগুনি ওড়না, সঙ্গে সাদা সালোয়ার, মুখে একচিলতে হাসির ছবি পোস্ট করেন। যার দিকে তাকিয়ে এই হাসি, তিনি কণ্ঠশিল্পী ইমরান। কেননা ছবির নিচে যে মন্তব্য তাতে করে অনায়াসে অনুমান করে নেওয়া যায় আলোকচিত্রী কে।

সেই ছবির কমেন্ট বক্সে ইমরান লিখেছেন, ‘ফটোগ্রাফার ট্যালেন্টেড মনে হচ্ছে।’ প্রভা উত্তরে লিখেছেন, ‘রাগ ভাঙানোর অপচেষ্টা বন্ধ করো।’ ইমরান লিখেছেন, ‘ট্রিট পাক্কা।’ প্রভা উত্তরে লেখেন, ‘এই বাতাস দেওয়ার জন্য ৫ কেজি ওজন বেড়ে গেল।’ ইমরান লেখেন, ‘এটাই তো চালাকি আমার।’ প্রভা বলেন, ‘আমি বুঝছি সেটা।’ ইন্সটার মন্তব্য ঘরে এমন আলাপ দেখে অনেকে তো নিশ্চিত করেই বলে দিচ্ছেন প্রভা-ইমরান প্রেম করছেন। তবে এ বিষয়ে প্রভার দাবি ‘শুধুই বন্ধুত্ব’।

যদিও প্রভার পোস্ট করা একটি ছবিতে ইমরান লিখেছেন, ‘আই অ্যাম লাকি টু হ্যাভ সাচ আ গুড সোল লাইক ইউ ইন মাই লাইফ।’ যেখানে ভালোবাসার ইমোজি দিয়ে প্রভা উত্তরে লিখেছেন, ‘শোকর আলহামদুলিল্লাহ।’ ইনস্টাগ্রাম ঘাঁটলেই যে কারো প্রথম অনুমান হবে এই দু’জন গভীর প্রেমে আচ্ছন্ন। সাম্প্রতিক সময়ে দু’জনই ঘুরছেন একত্রে, ছবি তুলছেন, পোস্ট করছেন। একে অপরের ছবিতে যেসব মন্তব্য তাতে করে দুজনের সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠবে, এটা খুব স্বাভাবিক বলেই নেটিজেনদের মন্তব্য।

শুধু তাই নয়, সাদিয়া জাহান প্রভা সম্প্রতি নিজের গান প্রকাশ করেছেন ইমরানের সংগীতায়োজনে। আর তখন থেকে ভক্ত-শ্রোতারা দু’জনের বিষয়টি খেয়াল করা শুরু করেছেন। রাজধানীর গুলশান ও বনানীর বিভিন্ন রেস্টুরেন্টে দু’জনকে মধ্যরাত পর্যন্ত দেখা যায়। বছরের প্রথম দিন ইনস্টাগ্রামে পরিবারের সদস্যসহ আরেক ছবিতে ইমরানের সঙ্গে একটি সেলফিও দেন প্রভা। সেখানে প্রভা লেখেন, ‘এই মানুষগুলো আমাকে সীমাহীন ভালোবাসে এবং মানসিক প্রশান্তি দেয়। তোমাদের সঙ্গে অসাধারণ একটি বছর পার করেছি।’

প্রভার ওই পোস্টে ইমরান মন্তব্য করেন, ‘আমি খুব ভাগ্যবান, জীবনে তোমার মতো একটি ভালো মনের মানুষ পেয়ে।’ এছাড়া প্রভা কয়েক দিন আগে একটি ছবি পোস্ট করেছিলেন। যেখানে ক্যাপশনে লিখেছেন, ‘অ্যাজ লং অ্যাজ ইউ কিপ ফেইথ ইন আল্লাহ, নো এভিল ক্যান চাট ইউর হার্ট অ্যান্ড নো সরো ক্যান রিউন ইয়োর ডে। মে ইয়োর লাইফ বি ফিল্ড উইথ জয় অ্যান্ড হ্যাপিনেস। মাহমুদুল হক ইমরান, থ্যাংকস ফর দ্য ক্লিক।’

সেই ছবির নিচে ইমরান লরখেন, ‘লুকিং মাশাআল্লাহ। মাই বিউটিফুল অ্যাঞ্জেল।’ এরপর প্রভা লিখেছেন, ‘থ্যাংক ইউ বাচ্চা।’ ইমরানের পোস্ট করা আরেকটি ছবির ক্যাপশন ছিল, ‘আই সি মাই সেলফ ইন ইয়োর আইস।’ প্রভা লিখেছেন, ‘সত্যি?’ উত্তরে ইমরান লেখেন, ‘সত্যিই…।’

এদিকে, এক অনুষ্ঠানে চিত্রনায়িকা পূর্ণিমা ইমরানকে প্রশ্ন করেন, ‘তোমার কোনো গসিপ নেই, কোনো স্ক্যান্ডাল নেই। কিভাবে সম্ভব?’ তখন ইমরান বলেছিলেন, ‘সবাই আমাকে ভালোবাসে। সবাই আমাকে পছন্দ করে।’ সেই অনুষ্ঠান প্রচারের পর বিনোদন অঙ্গনের অনেকেই বলাবলি করেন, গসিপ আর স্ক্যান্ডালের কী আছে, ইমরান তো প্রভার সঙ্গে প্রেম করছেন! এই দুই তারকার সোশ্যাল হ্যান্ডেল ও অন্যান্য বিষয় দেখে মানুষের মধ্যে এমন ভাবনা তৈরি হয়েছে।