সম্পর্ক ভেঙে গেছে অনেকদিন আগেই। ভুলতে পারেন নি প্রিয়জনের সাথে কাটানো দিনগুলোর কথা। মনের জানালা দিয়ে এখনও উঁকি মারে একসঙ্গে কাটানো মুহূর্তগুলো। তাই ভিড়ের মাঝে দাঁতে চাপা হাসি আর রাত জেগে চোখের তলায় কালি বাড়তে থাকে। আর এরই মধ্যে যদি জানা যায়, প্রাক্তন সঙ্গীর বিয়ের সানাই বাজতে চলেছে, তা হলে বড়সড় ধাক্কা তো দিবেই মনের মাঝে। তবে এই ধাক্কাটা যেন বড় না হয়, এ অবস্থা থেকে নিজেরে মনকে বুঝিয়ে ভালো থাকার রাস্তাটা আপনাকেই খুঁজে নিতে হবে।
রবি ঠাকুরের গানেই রয়েছে, ‘যে থাকে সে থাকে, যে যায় সে যায়। তাই আপনিই বা কেন হারানোর পিছু ছুটবেন? আপনিই বা পিছনে ফিরে থাকবেন কেন? ঠিক কেন পুরনোকে ভুলে নতুনের দিশায় চলবেন সেই কারণগুলিও তাই জেনে নিন। যে সম্পর্ক থেকে স্বেচ্ছায় বেরিয়েছেন, সেই সম্পর্ককে আঁকড়ে ধরতে চাইলে ক্ষতি আপনারই।
মনে রাখবেন, সম্পর্কে সব ঠিক থাকলে সম্পর্কটাই ভাঙত না। প্রাক্তন সঙ্গীর বিয়ের খবর পেলে দুঃখ পাবেন না। বুঝবেন যে তিনি যেমন এগিয়ে গিয়েছেন, আপনাকেও এগোতে হবে। যা আপনার নয়, তা নিয়ে ভেবে বা দুঃখ করে দিন কাটাবেন না। কথায় আছে যা হয়, ভালর জন্যই হয়।
আপনার সঙ্গে যে কারণগুলি নিয়ে সমস্যা হতো, সেইগুলির সম্মুখীন হবে এবার প্রাক্তন সঙ্গীর নতুন মানুষ। আপনারও কিছু শিক্ষার থাকল। সম্পর্কের জন্য যে সময় নষ্ট করেছেন, সেটা মনে রাখুন। নিজের কাজে মন দিন। অনবরত সোশ্যাল মিডিয়ায় প্রাক্তনের প্রোফাইল ঘেঁটে দেখবেন না। কোনও দিনই সম্পর্ক থেকে বেরোতে পারবেন না। বরং, কিছুদিনের জন্য বেড়িয়ে আসুন এমন কোনও জায়গা থেকে যেখানে মোবাইল নেটওয়ার্ক সেভাবে কার্যকরী নয়।
সর্বোপরি, প্রাক্তন সঙ্গী অন্য সম্পর্কে চলে গেছে মানেই তাঁর নামে কুৎসা না করে মেনে নিন যে একসঙ্গেই সম্পর্টা ভেঙেছিলেন। বরং, প্রাক্তন সঙ্গীর বিয়ের খবর পেলে তাঁকে নির্দ্বিধায় অভিনন্দন জানান। এতে বন্ধুত্বের সম্পর্ক বজায় থাকবে।