সূচি অনুযায়ী আসন্ন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) মাঠে গড়াবে আগামী ১৫ মার্চ। তার আগে ২ ও ৩ মার্চ হয়ে গেল দলবদল কার্যক্রম। ১২ দলের টুর্নামেন্টে প্রাইম দোলেশ্বর দলবদলে অংশ নেয়নি। বাকি ১১ দলে নতুন করে নাম লিখিয়েছেন ১৩০ জন ক্রিকেটার।

যেখানে প্রথম দিন ৩৯ জন এবং দ্বিতীয় দিনে রেজিস্ট্রেশন সম্পন্ন করেন ৯১ জন ক্রিকেটার। এবার অনলাইনে দলবদলের সুযোগ থাকায় ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) অফিসে খুব বেশি ক্রিকেটার সশরীরে হাজির হননি।

দুদিনের দলবদলে নিজেদের দল প্রায় নতুন করে ঢেলে সাজিয়েছে গাজি গ্রুপ ক্রিকেটার্স। নবাগত ২ দল সিটি ক্লাব আর রুপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবও বেশকিছু নতুন ক্রিকেটার দলে টেনেছে। যেখানে দোলেশ্বরের অধিকাংশ ক্রিকেটারই নাম লিখিয়েছেন।

দলবদলে চমক দেখিয়েছে দেশের ঐতিহ্যবাহী দল মোহামেডান স্পোর্টিং ক্লাব। মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন অপুদের দলে টেনেছে। আগে থেকে তাদের সলে আছে সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, শুভাগত হোমের মতো তারকারা। তবে জাতীয় দল দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ায় সব তারকাকে পাবে না মোহামেডান।

বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী এবার দলবদলে বেশকিছু নতুন মুখ টেনেছে। ব্রাদার্স ইউনিয়ন দলে নিয়েছে মোহম্মদ আশরাফুল। শেখ জামাল ছেড়ে মাশরাফি এবার লিজেন্ডস অব রূপগঞ্জে। নাসির হোসেনের নতুন ঠিকানা তামিম ইকবালের প্রাইম ব্যাংক।

এক নজরে দলবদল করা ক্রিকেটাররা-

মোহামেডান স্পোর্টিং ক্লাব: রুবেল মিয়া, রনি তালুকদার, সোহরাওয়ার্দি শুভ, জাহিদুজ্জামান খান, আনামুল হক, হাসান মাহমুদ, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, নাজমুল ইসলাম অপু, সালাউদ্দিন শাকিল ও মুশফিকুর রহিম।

আবাহনী লিমিটেড: শাহরিয়ার পারভেজ অভি, আশিকুর রহমান নাবিল, তৌহিদ হৃদয়, কামরুল ইসলাম রাব্বি, শামীম হোসেন, জাকের আলি অনিক, মাহমুদুল হাসান জয়, সাইদুল ইসলাম ও তানভির ইসলাম।

লেজেন্ডস অব রুপগঞ্জ: মাশরাফি বিন মর্তুজা, রুয়েল মিয়া, মাহাদি হোসেন, আসিফ হাসান, ইরফান শুক্কুর, সাব্বির হোসেন, তানজিদ হাসান, রকিবুল হাসান, সনজিত সাহা, আব্বাস মুসা আলভি ও তানভীর হায়দার।

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব লিমিটেড: নাসির হোসেন, জুনায়েদ সিদ্দিকী, জসীমউদ্দিন, রেজাউর রহমান রাজা, শাহাদাত হোসেন দিপু, শামসুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, রবিউল হক, রাকিবুল হাসান ও জয়রাজ শেখ ইমন।

শেখ জামাল ধানমন্ডি ক্লাব: তাইবুর রহমান পারভেজ, মেহরব হোসেন জোশি, রবিউল ইসলাম রবি, সুমন খান, জহিরুল ইসলাম, সানজামুল ইসলাম ও আরিফ আহমেদ।

গাজী গ্রুপ ক্রিকেটার্স: একেএম হুসনা হাবিব, প্রান্তিক নওরোজ নাবিল, আলমগীর হোসেন, আল আমিন, ফরহাদ হোসেন, মাহমুদুল হাসান লিমন, মিম মোসাদ্দেক, মিরাজ মাহবুব নিলয়, সাইদ সরকার, সৈয়দ খালেদ আহমেদ, আরাফাত সানি, মেহেদী হাসান সিদ্দিক, আশিকুর জামান, জুবারুল ইসলাম, জয়নুল ইসলাম, এসএম মেহেরব হোসেন ও কাজী অনিক ইসলাম।

ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড: মোহাম্মদ সেন্টু, মোহাম্মদ মইন খান, রায়হান উদ্দিন, রাফসান আল মাহমুদ, শামসুল ইসলাম অনিক, মিনহাজুল আবেদিন, মোহাম্মদ আশরাফুল, সাদিকুর রহমান, ইরফান হোসেন, ইমতিয়াজ হুসাইন তান্না ও রাসেল হাওলাদার।

শাইনপুকুর ক্রিকেট ক্লাব: মোহাম্মদ রাকিব, রায়ান রাফসান রহমান, আনিসুল ইসলাম ইমন, তাসামুল হক, রাহাতুল ফেরদৌস, নাইমুর রহমান, আলিস আল ইসলাম, রিপন মন্ডল, নাইম হাসান, আসাদুজ্জামান, রাকিন আহমেদ, অভিষেক মিত্র ও আলাউদ্দিন আহমেদ।

খেলাঘর সমাজ কল্যাণ সমিতি: শাহীন আলম, অমিত হাসান, নাদিফ চৌধুরী, হোসেন আলি, প্রীতম কুমার, ইফতেখার সাজ্জাদ, অমিত মজুমদার, মোহাম্মদ হাসানুজ্জামান, নিহাদ উজ জামান, আব্দুর রাশেদ, পিনাক ঘোষ, মোহাম্মদ ইলিয়াস ও শাখাওয়াত হোসেন।

সিটি ক্লাব: আমিনুর রহমান, তৌফিকুর খান, শফিউল হায়াত হৃদয়, নাজমুল হোসেন, আবুল হালিম, শাহরিয়ার কামাল, জাকিরুল আহমেদ, মাইনুল ইসলাম, আবু নাসের ইবনে শহীদ, এসএম আব্দুল্লাহ আল মামুন ও রাজিবুল ইসলাম।

রুপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব: আরিফুল হক, ফরহাদ রেজা, জাকের হোসেন, মুকিদুল ইসলাম, ফজলে রাব্বি, নাসুম আহমেদ, ইমরানুজ্জামান, শরিফউল্লাহ, আব্দুল গফফার, এনামুল হক, মিজানুর রহমান, নাহিদ হাসান, আজমির আহমেদ, শফিকুল ইসলাম, আসিফ আহমেদ রাতুল ও মোহাম্মদ মার্শাল।