অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের সেমিফাইনালে দক্ষিণ কোরিয়াকে ২-১ গোলে হারিয়েছে ইতালি। শিরোপার মঞ্চে তাদের প্রতিপক্ষ উরুগুয়ে। আগামী ১১ জুন বাংলাদেশ সময় রাত তিনটায় শিরোপার লড়াইয়ে নামবে দুদল।
শিরোপা তো দূরের কথা, অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে এখন পর্যন্ত একটি ফাইনালও খেলতে পারেনি বড়দের প্রতিযোগিতায় চারবারের চ্যাম্পিয়ন ইতালি। অন্যদিকে, উরুগুয়েও এখন পর্যন্ত কোনো শিরোপার দেখা পায়নি বয়সভিত্তিক এই টুর্নামেন্টে। তাই যে দলই ফাইনালে জিতুক নতুন কোনো চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে ফুটবল বিশ্ব।
আক্রমণ-পাল্টা আক্রমণে দুদলই লড়েছে বেশ। তবে শুরু থেকেই খেলায় কিছুটা আধিপত্য ধরে রেখেছিল ইতালি। ফলাফল মিলেছে ম্যাচের ১৪ তম মিনিটে। সিজার কাসেদেই গোল করে এগিয়ে দেন ইতালিকে। এই গোলে টুর্নামেন্টে তার মোট গোলের সংখ্যা দাঁড়ালো সাতে। এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ গোল সংগ্রাহকও তিনিই।
লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ইতালি। ২৩ তম মিনিটে দক্ষিণ কোরিয়ান খেলোয়াড়কে ট্যাকেল করে পেনাল্টি থেকে গোল হজম করে ইউরোপিয়ান দলটি। লিড নিয়ে ফেলার সুযোগও পেয়েছিল কোরিয়া। তবে সহজ সুযোগ হাতছাড়া করে এশিয়ান দলটি।
৮৬তম মিনিটে ম্যাচে ব্যবধান গড়ে দেন সিমোন পাফুন্ডি। দুর্দান্ত এক ফ্রি-কিকে লক্ষ্যভেদ করেন ১৭ বছর বয়সী এই ফরোয়ার্ড। আর তাতে প্রথমবার অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে উঠল ইতালি।