আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস উপলক্ষে ‘মার্চ ফর প্যালেস্টাইন শিরোনামে’ ঢাকায় শোভাযাত্রা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ সময় ফিলিস্তিনে চলা আগ্রাসনের প্রতিবাদ জানানোর পাশাপাশি তা বন্ধের দাবি জানানো হয়।
শুক্রবার (২৯শে নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সংগঠনটি এই কর্মসূচি পালন করে।
ফিলিস্তিনে ইজরাইলি আগ্রাসনের প্রতিবাদে স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। এসময় তারা বাংলাদেশে ফিলিস্তিনের সর্ববৃহৎ পতাকা প্রদর্শন করে একটি মিছিল করে।
মিছিলটি ভিসি চত্বর ঘুরে শহীদ মিনার হয়ে টিএসসিতে গিয়ে শেষ হয়।