বরিশালের বানারীপাড়ায় প্রেমিকের মোবাইল নাম্বার ব্লকলিস্টে রাখার কারণে এক ছাত্রীকে বিষ খাইয়ে হত্যাচেষ্টার ঘটনায় কথিত প্রেমিক মিরাজকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে যান।

জানা যায়, শনিবার সকালে ওই ছাত্রী তার বান্ধবীকে সঙ্গে নিয়ে গুঠিয়া এলাকায় ঘুরতে যান। ওই দিন দুপুরে তারা সেখান থেকে একটি গাড়িতে বাড়ি ফেরার পথে রায়েরহাট ব্রিজের পূর্বপাশে পৌঁছামাত্র তার প্রেমিক বানারীপাড়া সদর ইউনিয়নের গাভা গ্রামের মো. ছালাম ডাকুয়ার ছেলে মো. মিরাজ ডাকুয়া গতিরোধ করে তার পাশে উঠে বসে।

এ সময় সে সুকৌশলে তাকে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে দিয়ে হত্যার চেষ্টা করে এবং তার মোবাইল নাম্বার ব্লকলিস্টে রাখা ও তার সঙ্গে গত ১৫ দিন ধরে কথা বলতে না পারার কারণ জানতে চেয়ে অকথ্য ভাষায় বকা-ঝকা করে। এ সময় মিরাজ ডাকুয়া ওই ছাত্রীর কাছ থেকে তার দেওয়া মোবাইল ফোনটি কেড়ে নেয়। এ সময় সেখানে ওই ছাত্রী অচেতন হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

বানারীপাড়া থানার ওসি (তদন্ত) মো. জাফর আহম্মদ জানান, স্কুলছাত্রীকে বিষ খাইয়ে হত্যাচেষ্টায় অভিযুক্ত প্রেমিক মিরাজ ডাকুয়াকে গ্রেফতার করা হয়েছে।