যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা স্টেটে আবারও ভয়াবহ আকারে বাড়তে শুরু করেছে করোনাভাইরাস সংক্রমণ। স্বাস্থ্য দফতরের হিসেবে শুক্রবার রিপোর্ট করা দৈনিক নতুন সংক্রমণ ৭৬,৮৮৭ সহ ফ্লোরিডার করোনভাইরাস পরিস্থিতি প্রায় শতকরা ৩২ ভাগ বৃদ্ধি পেয়েছে। এখানে মোট সংক্রামিতের সংখ্যা ৩ লাখ ৯৬ হাজার ৫৬২জন।
পাম বিচ কাউন্টিতে সংক্রমণ বেড়েছে শতকরা ৩৪ ভাগ। হাসপাতালে ভর্তির হার বেড়েছে শতকরা ৮১ ভাগ। সম্প্রতি করোনার নতুন সংক্রমণ নিয়ে ফ্লোরিডায় ৮ হাজার ৯১৪জন হাসপাতালে ভর্তি হয়েছেন যা গত সাড়ে তিন মাসের মধ্যে সর্বোচ্চ। এছাড়াও দৈনিক ২ লাখেরও বেশি মানুষ নমুনা দিচ্ছেন- যাতে ধারণা করা হচ্ছে ওমিক্রন ফ্লোরিডাতেও প্রভাবশালী স্ট্রেন হয়ে উঠেছে।
গত এক সপ্তাহে মৃত্যুর সংখ্যা ২৮৩ জন বেড়ে মোট ৬২ হাজার ৬৮৮ জনে পৌঁছেছে যা গত এক সপ্তাহে স্টেট ভিত্তিক হিসেবে যুক্তরাষ্ট্রে তৃতীয় অবস্থানে রয়েছে।