বগুড়ায় নিখোঁজের ২৪ ঘণ্টা পর মাহাদী হাসান নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাহমিনা খাতুন নামে একজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৯শে নভেম্বর) সকালে শহরের চারমাথা ধমকপাড়া এলাকায় প্রতিবেশীর বাড়ি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

বগুড়া সদর থানার ওসি তদন্ত মঈন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মাহাদী হাসানের মরদেহ উদ্ধার করার সময় সেখানে একটি চিরকুট পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে অপহরণের পর তাকে শ্বাস রোধে হত্যা করা হয়েছে।