জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে হলিউডের নির্মাতা-প্রযোজক অলিভার স্টোনের যে সিনেমা বানানোর কথা ছিল, বাংলাদেশ সরকারের সাড়া না মেলায় তা আর হচ্ছে না।
সরকারের অনুমতি পেলে হলিউডের প্রযোজনা প্রতিষ্ঠান জেরল্ড ক্রাইস্টফ প্রোডাকশনের ব্যানারে ‘ফাদার অব দ্য নেশন’ শিরোনামে চলচ্চিত্রটি নির্মাণের পরিকল্পনার খবর গণমাধ্যমে এসেছিল বছর দুয়েক আগে।
সিনেমার সুপারভাইজিং পরিচালক হিসেবে বাংলাদেশ থেকে বীর মুক্তিযোদ্ধা, নির্মাতা নাসির উদ্দীন ইউসুফের থাকার কথা ছিল।
নাসির উদ্দীন ইউসুফ সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ে আবেদন করেছিলেন তারা; তবে সরকারের তরফ থেকে কোনো ‘আগ্রহ না দেখানোয়’ কাজ আর এগোয়নি।
“সরকার আগ্রহ দেখালে হলিউডের ছবিটা হতেই পারত। নির্মাণ করতেন অস্কার পাওয়া পরিচালক অলিভার স্টোন। বাংলাদেশকে অল্প টাকা দিতে হত, বেশিরভাগ টাকা তারাই (হলিউডের প্রযোজক) দিত।
“ওরা চেয়েছিল, ঢাকায় এসে বঙ্গবন্ধুর পরিবারের সঙ্গে কথা বলে, সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে চিত্রনাট্য ডেভেলপ করবে। কোনো সাড়া যেহেতু পেলাম না, পরে আমি আর গভীরভাবে দেখিনি বিষয়টা।”
‘ফাদার অব দ্য নেশন’ আলোর মুখ না দেখলেও বঙ্গবন্ধুকে নিয়ে হলিউডে ‘দ্য ব্যাটল ফর বেঙ্গল’ শিরোনামে আরেকটি চলচ্চিত্র নির্মিত হচ্ছে।
সিনেমাটি প্রযোজনা করছে হলিউডের প্রযোজনা প্রতিষ্ঠান জেফ অ্যান্ড জশ; তাদের সঙ্গে সহ-প্রযোজনায় ভারত থেকে যুক্ত হয়েছে জার পিকচার্স; যাদের ব্যানারে নির্মিত হয়েছে ‘গ্যাংস অব ওয়াসিপুর’, ‘কারিব কারিব সিঙ্গেল’।
ছবিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বিশ্ববাসীর সামনে তুলে ধরা হবে। বঙ্গবন্ধু চরিত্রে বলিউডের অভিনেতা আদিল হুসেইন এবং বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনেত্রী কঙ্গনা রানাউতের অভিনয় করার কথা রয়েছে। তাজউদ্দীন আহমদের চরিত্রে ইরফান খানের অভিনয় করার কথা ছিল।
বাংলাদেশে সিনেমার শুটিংয়ের প্রস্তুতি নেওয়া হলেও করোনাভাইরাস মহামারীর কারণে তা স্থগিত হয়ে যায়; এখন সেপ্টেম্বর থেকে ভারতের মুম্বাইয়ে চলচ্চিত্রটির শুটিং শুরুর কথা রয়েছে।
এর বাইরে বঙ্গবন্ধুকে নিয়ে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় বলিউডে নির্মিত হচ্ছে ‘বঙ্গবন্ধু’; পরিচালনা করছেন শ্যাম বেনেগাল।