ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠিত এবারের সাফ চ্যাম্পিয়নশিপের নতুন নামকরণ করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এবারের আসরের নাম দেয়া হয়েছে ‘বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপ’। শুক্রবার প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়েছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ।

শুক্রবার বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে টুর্নামেন্টের আয়োজক কর্তৃপক্ষ। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন বিবৃতিতে বলেছে, ‘আমরা জানাতে পেরে খুবই আনন্দিত যে, বেঙ্গালুরুর শ্রী কান্তারিভা স্টেডিয়ামে ২১ জুন থেকে সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে। যার পর্দা নামবে ৪ জুলাই। চলতি টুর্নামেন্টটি এখন থেকে ‘বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৩’ নামে পরিচিত হবে।’

‘সাফ চ্যাম্পিয়নশিপ শুরু থেকেই সাউথ এশিয়ার সমস্ত দেশগুলোকে একত্রিত করেছে। দেশগুলোর মধ্যে ভ্রাতৃত্ব ও সম্প্রীতি প্রচার করে আসছে। বছরের পর বছর ধরে এটি এই অঞ্চলের সবচেয়ে বেশি জনপ্রিয় ফুটবল টুর্নামেন্ট।’

‘স্পন্সরশিপ যেকোনো টুর্নামেন্টের স্থায়িত্বের একটি অবিচ্ছেদ্য ভূমিকা পালন করে। তাই এখন থেকে ‘বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপ’ নামটা সবক্ষেত্রে ব্যবহার করার অনুরোধ করা হল।’

এবারের আসরে মাঠে গড়িয়েছে চারটি ম্যাচ। পাকিস্তানকে উড়িয়ে আসরে শুভ সূচনা করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ও স্বাগতিক ভারত। শেষ মুহূর্তের দুই গোলে লেবাননের কাছে হেরে আসর শুরু করেছে বাংলাদেশ। নেপালকে হারিয়েছে কুয়েত, আর ভুটানকে হারিয়েছে মালদ্বীপ।