অ্যান্টিগায় দুই ম্যাচের টেস্ট ক্রিকেট সিরিজের প্রথম খেলায় হেরে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। স্যার ভিভিয়ান রিচার্ড্স স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে ২০১ রানের বড় জয় পেয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। ৩৩৪ রানের লক্ষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ১০৯ রানে পঞ্চম দিন শুরু করে বাংলাদেশ, পরে ১৩২ রানেই সব উইকেট হারায়। ম্যাচ সেরা হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের জাস্টিন গ্রিভ্স।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম খেলায় জয় পেতে পঞ্চম ও শেষ দিনে বাংলাদেশের জয় পেতে প্রয়োজন ছিলো ২২৫ রান, হাতে ছিলো মাত্র ৩ উইকেট। নিজেদের দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ১০৯ রানে পঞ্চম দিন শুরু করে ১৩২ রান তুলতেই সব উইকেট হারায় বাংলাদেশ। আর এরমধ্য দিয়ে ২০১ রানের জয় নিশ্চিত করে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। আর এই নিয়ে নিজেদের টানা পঞ্চম টেস্ট ম্যাচে হারলো বাংলাদেশ দল।

খেলার চতুর্থ দিনে অপরাজিত থেকে পঞ্চম দিনে ব্যাট করতে নামেন জাকের আলি ও হাসান মাহামুদ। তবে, স্বাগতিকদের আগ্রাসি পেস বোলিংয়ে উইকেটে টিকে থাকতেই ব্যর্থ হয় বাংলাদেশের ব্যাট্সম্যানরা। ১০৯ রানে দিন শুরু করে ৪ রান যোগ করতেই আলজারি জোসেফের বলে আউট হয়ে সাজঘরে ফেরে হাসান মাহামুদ।

এরপর, জাকের আলি দলের হাল ধরার চেষ্টা করলে ব্যর্থ হন তিনিও। দলের ১২৯ রানে জাকের আলিকেও আউট করেন আলজারি জোসেফ। আর ইনজুরির কারণে শরিফুল ইসলাম ব্যাট না করতে পারলে শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১ রানের বড় পরাজয় মেনে নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ দল।

বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রানের ইনিংস খেলেছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ ৩টি করে উইকেট নিয়েছেন কেমার রোচ ও জেইডেন সিল্স। দলের পক্ষে প্রথম ইনিংসে ১১৫ রান সংগ্রহ ও ২টি উইকেট নেয়ায় ম্যাচ সেরা হয়েছেন জাস্টিন গ্রিভ্স।

আগামী ৩০ নভেম্বর কিংসটাউনে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ।