বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের প্লেয়ার্স ড্রাফট হতে যাচ্ছে কিছুক্ষণ পর। প্লেয়ার্স ড্রাফটের আগেই দলগুলোকে একজন করে স্থানীয় ও তিনজন বিদেশি ক্রিকেটার নিতে বলা হয়েছিল। যার তথ্য জানা গেলে সোমবার।

সকাল ৯টায় বিসিবি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দলগুলোর সরাসরি চুক্তিবদ্ধ ক্রিকেটারের নাম প্রকাশ করেছে।

বিপিএলের ৬টি দলই তাদের স্থানীয় খেলোয়াড়কে সরাসরি চুক্তিতে নিয়ে নিয়েছে। বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহর সঙ্গে ‘এ’ ক্যাটাগরিতে চুক্তি করেছে ঢাকা। বরিশালে খেলবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মুশফিকুর রহিমকে নিয়েছে খুলনা। চট্টগ্রামে নাসুম আহমেদ, কুমিল্লায় সরাসরি চুক্তিবদ্ধ হয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। তাসকিন আহমেদকে ‘এ’ ক্যাটাগরিতে চুক্তিবদ্ধ করেছে সিলেট।

এদিকে খুলনা ও সিলেট ড্রাফটের আগে সরাসরি চুক্তিতে তিন বিদেশি নেওয়ার কোটা পূরণ করেছে। খুলনায় খেলবেন থিসারা পেরেরা, নাভিনুল হক, ভানুকা রাজাপাকসে। সিলেটে দিনেশ চান্ডিমাল, কেসরিক উইলিয়ামস ও কলিন আলেক্সান্ডার।

বরিশালও দুজন বিদেশি নিয়েছে। তাদের হয়ে খেলবেন মুজিব উর রহমান ও দানুশকা গুনাথিলাকা। চট্টগ্রামে খেলবেন দুই বিদেশি বেনি হাওয়েল ও কেনার লুইস। কুমিল্লা ও ঢাকা সরাসরি চুক্তিতে কোনও বিদেশি খেলোয়াড় এখন পর্যন্ত নেয়নি।

প্রসঙ্গত, আগামী ২১ জানুয়ারি শুরু হবে দেশের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট লিগ বিপিএল।৬ দল নিয়ে অনুষ্ঠিত হবে এবারের আসর। দলগুলো ড্রাফটের আগে একজন দেশি খেলোয়াড়কে সরাসরি নিতে পারবে। প্রতিটি দলকে কমপক্ষে ১০ জন স্থানীয় খেলোয়াড় নিতে হবে। সর্বোচ্চ নেওয়া যাবে ১৪ জন। তাদের সরাসরি চুক্তির বাইরে ড্রাফট থেকে নিতে হবে। দলে সর্বনিম্ন ৩ জন এবং সর্বোচ্চ ৮ জন বিদেশি খেলোয়াড় নেওয়া যাবে।