বাংলাদেশ-মালদ্বীপ রাষ্ট্রীয় দ্বিপাক্ষিক সুসম্পর্কের মতো ক্রীড়াঙ্গনেও দারুণ সময় যাচ্ছে দুই দেশের মধ্যে। মালদ্বীপের ক্রীড়া মন্ত্রী আহমেদ মাহলুফের আমন্ত্রণে বাংলাদেশ ভলিবল দল এখন মালদ্বীপ সফরে।
তিন ম্যাচের আমন্ত্রণমূলক সিরিজ। প্রথম ম্যাচটি জিতেছিল স্বাগতিক মালদ্বীপ। গতকাল রাতে অনুষ্ঠিত ম্যাচ জিতে সফরকারী বাংলাদেশ।
বুধবার রাতে অনুষ্ঠিত ম্যাচটি উপভোগ করেছেন মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহীম মোহাম্মদ সলিহ। এ সময় তার সঙ্গে ছিলেন মালদ্বীপের ক্রীড়ামন্ত্রী মাহলুফ, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
বুধবার রাতে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিকদের ৩-১ সেটে হারায় লাল সবুজের দল। সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল।
১৬ সদস্য নিয়ে বাংলাদেশ জাতীয় পুরুষ ভলিবল দল ৬ ফেব্রুয়ারি মালদ্বীপ পৌঁছায়। ফেডারেশনের সভাপতি ৮ ফেব্রুয়ারি মালে পৌঁছান। ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ দলের ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা।