কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপ থেকে সেন্টমার্টিন বাংলা চ্যানেল নামে পরিচিত সাগর পথে প্রায় ১৬ কিলোমিটার পথ পাড়ি দিচ্ছেন ৭৯ জন সাঁতারু। তাদের মধ্যে সৈয়দা লারিসা রোজেন নামের ১০ বছর বয়সী একজন কিশোরীও রয়েছেন। আজ সোমবার সকাল ১০টা ৪০ মিনিটে সাতারুরা শাহপরীর দ্বীপ সৈকত পয়েন্ট থেকে রওনা দেন।
বাংলা চ্যানেল জয়ের দৌঁড়ে সামিল হওয়ার বিষয়ে লারিসা বলেছে, ‘একটু ভয় ভয় করছে। তবে আমি পারব। এখানে অংশ নেওয়াটাও একটা রেকর্ড।’
লারিসার সঙ্গে বাংলা চ্যানেল জয়ের দৌড়ে অংশ নিয়েছেন তার বাবা সৈয়দ আক্তারুজ্জামান ও বড় ভাই সৈয়দ আরবিন আয়ানও।
ষড়জ অ্যাডভেঞ্চার ও এক্সট্রিম বাংলা আয়োজিত বাংলা চ্যানেল সাঁতার এবারও উৎসর্গ করা হয়েছে বাংলা চ্যানেলের আবিষ্কারক প্রয়াত কাজী হামিদুল হকের স্মৃতির উদ্দেশে। ষড়জের প্রধান নির্বাহী কর্মকর্তা লিপটন সরকার বলেন, ‘এবার সর্বোচ্চসংখ্যক সাঁতারু বাংলা চ্যানেল সাঁতারে অংশ নিচ্ছেন।’