বান্দরবানের রোয়াংছড়িতে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় অপর এক নারী গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে তারাছা ইউনিয়নের তালুকদার পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত উথোয়াইনু মারমা তারাছা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এবং তালুকদার পাড়ার নজীরাং মারমার ছেলে।
রোয়াংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান চহাই মং জানিয়েছেন, মে মাসে পাড়াটির দোকান ও বসতঘরগুলো আগুনে পুড়ে যাওয়ার পর থেকে এখানকার মানুষ বিচ্ছিন্নভাবে বাস করছে। আজ রাত ৮টার দিকে সন্ত্রাসীরা পাড়ার কয়েকজনকে লক্ষ্য করে অতর্কিত গুলি চালায়। এ ঘটনায় উথোয়াইনু নিহত হন এবং ক্রাতুইচিং মারমা (৩৫) নামে এক নারী গুলিবিদ্ধ হন।
জেলা পুলিশ সুপার (এসপি) জেরিন আখতার জানিয়েছেন, একজনকে গুলি করে হত্যার কথা শুনেছি। আহতও আছে। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত সে বিষয়টি জানার জন্য পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যাচ্ছে।