ফুলশয্যার রাতে বরের দুধের সঙ্গে তেলাপোকা মিশিয়ে খেয়ে ফেলার একটি হিন্দি সিরিয়ালের দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আজব ও দৃশ্যটি বছর দশেক পুরনো হলেও নেটিজেনরা এখন এর কারণ খুঁজছেন।
টিভি সিরিয়ালের ক্ষেত্রে অতিরঞ্জন থাকাটা স্বাভাবিক, তাই বলে ফুলশয্যার রাতে দুধের সঙ্গে বর তেলাপোকা খেয়ে নেবে!
‘দিল সে দি দুয়া… সৌভাগ্যবতী ভবা’র এই সিরিয়ালের অদ্ভুত দৃশ্যে অভিনয় করেছেন অভিনেত্রী স্মৃতি ঝা ও অভিনেতা করণবীর বোহরা।
ভিডিও ক্লিপিংসটিকে দেখানো হয়েছে, নতুন বউয়ের গায়ে হঠাৎ একটি তেলাপোকা এসে বসে, যা দেখে ভয় পেয়ে যান তিনি।
পরবর্তীতে স্বামী তার স্ত্রী শরীর থেকে জ্যান্ত তেলাপোকাটিকে তুলে দুধের গ্লাসে ফেলে দেন বর। তারপর এক নিঃশ্বাসে সেই তেলাপোকা মেশানো দুধ পান করেন। তা দেখে স্ত্রী অজ্ঞান হয়ে যান।
ভাইরাল ভিডিও দেখে নেটদুনিয়ার হাসির রোল পড়েছে। কেউ বলছেন, ‘এ কী সাংঘাতিক জিনিস দেখে ফেললাম!’। কেউবা বলেছেন, এতদিন এই আজব জিনিস কীভাবে নেটদুনিয়ার নজর এড়িয়ে গেল।
সূত্র: হিন্দুস্তান টাইমস