বিদ্যুৎ সমস্যা সমাধানে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। দুই সপ্তাহের মধ্যে এর সমাধান হবে বলেও জানান তিনি। আজ শনিবার সকালে সুনামগঞ্জে শহীদ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে হাওরাঞ্চলে আগাম বন্যা ঠেকাতে করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, আমদানির বিদ্যুৎ আসছে, ইন্দোনেশিয়া থেকে কয়লার জাহাজ মোংলায় ভিড়ছে। দ্রুত সময়ে বিদ্যুৎ সমস্যার সমাধান হবে।
এসময় সাংবাদিক আবু সাঈদ খানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা প্রশাসক দিদার আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী এবং পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ।