যুক্তরাষ্ট্র ইউক্রেনকে বিপুল পরিমাণ অস্ত্র সহায়তা দিয়েছে। সিএনএনের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইউক্রেন সাড়ে তিনশ মিলিয়ন ডলার সমমূল্যের প্রতিরক্ষা সামগ্রী পেতে যাচ্ছে।
এর আগে গত সপ্তাহে হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে ইউক্রেনে প্রতিরক্ষাসামগ্রী দিতে সম্মত হয়। শুক্রবার যুক্তরাষ্ট্র এই অস্ত্র ডেলিভারি দিয়েছে।
খবরে বলা হয়েছে, প্রায় ২৪০ মিলিয়ন ডলার প্যাকেজের প্রতিরক্ষা সামগ্রী ইতোমধ্যে ইউক্রেনে পৌঁছেছে। বাকিগুলো কয়েকদিনের মধ্যে পৌঁছাবে। না হলে সপ্তাহের মধ্যে পৌঁছাবে। তবে দেরি হবে না।
এই প্রতিরক্ষা সামগ্রীর মধ্যে ট্যাঙ্ক প্রতিরোধী অস্ত্র সামগ্রী রয়েছে।
রুশ আক্রমণের মুখে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে সরিয়ে নেওয়ার প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র। কিন্তু জেলেনস্কি তাকে সরিয়ে নেওয়ার পরিবর্তে যুক্তরাষ্ট্রের কাছে অস্ত্র সহযোগিতার আহ্বান জানান। যুক্তরাষ্ট্র শুধু নিজে নয়, ইউক্রেনকে আরও ১৪টি দেশ থেকে অস্ত্র সহযোগিতা সমন্বয় করছে।
সূত্র: সিএনএন