বিমানবাহিনীর আন্তঃঘাঁটি কিরাত ও আজান প্রতিযোগিতা-২০২২ মঙ্গলবার শেষ হয়েছে। চট্টগ্রামের বিমানবাহিনী ঘাঁটি জহুরুল হকের কেন্দ্রীয় মসজিদে এই অনুষ্ঠান শেষ হয়।
প্রতিযোগিতায় বিমানবাহিনী সদর দপ্তর (ইউনিট) চ্যাম্পিয়ন এবং বিমানবাহিনী ঘাঁটি জহুরুল হক রানার আপ হয়। বিমানবাহিনী ঘাঁটি জহুরুল হকের সুপারিনটেন্ডেন্ট আবু হেনা মো. মোস্তফা কামাল আজান প্রতিযোগিতায় প্রথম এবং বিমানবাহিনী সদর দপ্তরের (ইউনিট) সার্জেন্ট মো. মাসুম আলী কিরাত প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করেন।
সমাপনী অনুষ্ঠানে সহকারী বিমানবাহিনী প্রধান (প্রশাসন) এয়ার ভাইস মার্শাল মো. সাঈদ হোসেন প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ঘাঁটি এয়ার অধিনায়ক, ঊর্ধ্বতন কর্মকর্তা, বিমানসেনা এবং অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
১৩ ফেব্রুয়ারি স্বাগতিক ঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মো. জাহিদুর রহমান প্রধান অতিথি হিসেবে ওই প্রতিযোগিতার উদ্বোধন করেন। দুদিনব্যাপী এ প্রতিযোগিতায় বাংলাদেশ বিমানবাহিনীর ছয়টি দল অংশ নেয়। আইএসপিআর।