‘বিড়াল মারলে লবণ দিতে হয়’— এমন প্রচলিত কুসংস্কার বহুকাল ধরে বিভিন্ন অঞ্চলে প্রচলিত আছে। সেই কুসংস্কারকেই বিশ্বাস করলেন জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভার মেয়র শহিদুল আলম চৌধুরী।
নিজ গাড়িচাপায় একটি বিড়াল মারা গেলে লবণ দিয়ে পুঁতে রাখতে না পেরে অনুশোচনা থেকে ১০ জনকে ১০ কেজি লবণ দান করেন তিনি। মঙ্গলবার দুপুরে আক্কেলপুর পৌরসভা কার্যালয়ে এসব লবণ বিতরণ করেন।
এর কারণ জানতে চাইলে মেয়র শহীদুল আলম চৌধুরী বলেন, তিনি দুই দিন আগে একটি ব্যক্তিগত মাইক্রো চালিয়ে আক্কেলপুর থেকে নওগাঁর বদলগাছি উপজেলার ভান্ডারপুর বাজারে যাচ্ছিলেন। পথে আক্কেলপুর পৌর এলাকার সিঅ্যান্ডবি মোড়ের কাছে একটি বিড়াল তার গাড়িটির নিচে চাপা পড়ে মারা যায়। এতে তিনি অনুশোচনায় ভুগছিলেন।
তিনি আরও বলেন, ছোটবেলায় দেখেছি কেউ যদি বিড়াল মেরে ফেলে, তবে তিনি বিড়ালের ওজনে লবণ দেন। এ কারণে আমিও লবণ দিয়েছি। বিড়ালের ওজন পাঁচ-ছয় কেজি হবে বলে মনে করেছি। এ কারণে বিড়ালের ওজনের চেয়ে দ্বিগুণ ১০ কেজি লবণ বিতরণ করেছি।