ভয়াবহ দুর্ঘটনা ভারতের উত্তরপ্রদেশে। কুশিনগরের একটি বিয়েবাড়িতে কুয়ায় পড়ে ১৩ জন নারীর মৃত্য হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

জানা গিয়েছে, বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাতে কুশিনগর জেলার একটি নেবুয়া নউরঙ্গিয়া গ্রামে বিয়ের অনুষ্ঠান ছিল। সেখানে একটি কুয়ার পাড়ে বাঁধানো জায়গার উপর বসেছিলেন বেশ কয়েকজন নারী। এসময় ভেঙে পড়ে কুয়ার পাড়। পানিতে পড়ে মৃত্যু হয় ১৩ জনের। আহত হন আরও কয়েকজন।

এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নিজের টুইটার হ্যান্ডেলে মোদি লেখেন, উত্তরপ্রদেশের কুশিনগরের ঘটনা অত্যন্ত দুঃখজনক। যারা এই ঘটনায় প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা রয়েছে। যারা আহত হয়েছেন তারা দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছি আমি। স্থানীয় প্রশাসন সকল প্রয়োজনীয় কাজ করছে।