ঈদের আগের দিন থেকেই রাজধানীসহ সারা দেশে থেমে থেমে ভারী বৃষ্টি হচ্ছে। ঈদের দিন ও পরের দিনেও রাজধানীতে বৃষ্টি হয়েছে। শনিবার (১ জুলাই) সকালে বৃষ্টির মাত্রা ছিল কম। তবে ঘন মেঘ ছিল আকাশে। দুপুরের পর আকাশ অন্ধকার করে নামে মুষলধারে বৃষ্টি। যা কয়েক ঘণ্টা স্থায়ী ছিল। টানা বৃষ্টির কারণে তলিয়ে যায় রাজধানীর অলিগলি থেকে শুরু করে প্রধান সড়ক।

জানালায় কিংবা বারান্দায় দাঁড়িয়ে এই বর্ষণ কারো কারো জন্য বৃষ্টিবিলাস হলেও দুর্ভোগ হয়েছে পথচলতি মানুষের।

অবিরাম বৃষ্টিতে জমা পানিতে হেড লাইট জ্বালিয়ে দূরন্ত গতিতে ছুটছে কিছু কিছু যানবাহন।আর ভারি বৃষ্টিতে রাজধানীর নিচু এলাকাসহ বেশ কিছু জায়গায় জমে গেছে পানি। রাজধানীর হাতিরঝিল, কারওয়ান বাজার, মালিবাগ, শান্তিনগর, কাকরাইল, মৌচাক, বাড্ডা, রামপুরা, ধানমন্ডিসহ বেশ কিছু জায়গায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার।

এছাড়া, আগারগাঁও থেকে জাহাঙ্গীর গেট যেতে নতুন রাস্তায়, খামারবাড়ি থেকে ফার্মগেট, ফার্মগেট-তেজগাঁও ট্রাক স্ট্যান্ড সংলগ্ন এলাকা, মোহাম্মদপুরের কিছু অংশ, মেরুল বাড্ডা, ডিআইটি প্রজেক্ট এলাকা, গুলশান লেকপাড় এলাকার সংযোগ সড়কের কয়েকটি স্থানে বৃষ্টির পানি জমে  জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পুরান ঢাকার বংশাল, নাজিমুদ্দিন রোড পানির নিচে তলিয়ে গেছে।

বৃষ্টির পানি সরে যাওয়ার জন্য উপযুক্ত ড্রেন না থাকা এবং নিয়মিত ড্রেন পরিস্কার না করাসহ নগরপিতাদের খামখেয়ালিপনাকেই দুষছেন রাজধানীবাসিরা।

আবহাওয়া অফিস জানিয়েছে, রবিবারও সারাদেশে ভারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে আবারও রাজধানীর বহু এলাকা জলমগ্ন হওয়ার আশঙ্কা রয়েছে।