সাধারণ বৃষ্টিপাত আমরা সকলেই দেখতে পাই। কিন্তু কখনও কি দেখেছেন বৃষ্টির ফোঁটার সঙ্গে আকাশ থেকে পড়ছে শত শত মাছ! শুধু মাছ নয়, সঙ্গে পড়ছে ছোট ব্যাঙ ও কাঁকড়াও। হ্যাঁ, এ রকম ঘটনাই ঘটেছে যুক্তরাষ্ট্রের টেক্সাসের টেক্সারকানা শহরে।
গত ৩০ ডিসেম্বর, বুধবার স্থানীয় বিকাল সাড়ে ৪টা নাগাদ টেক্সারকানা শহরের বাসিন্দারা ঝড়বৃষ্টি চলাকালীন আচমকা বিকট শব্দ শুনতে পেয়ে বাইরে বেরিয়ে এসে দেখতে পান- আকাশ থেকে শত শত মাছ পড়ছে। মাছের সঙ্গে রয়েছে ছোট ব্যাঙ ও ছোট ছোট কাঁকড়াও।
টেক্সারকানা শহরের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে একটি পোস্ট করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, ‘‘২০২১ তার ঝুলি থেকে যে সমস্থ কৌশল বের করেছে মৎস্যবৃষ্টি তার মধ্যে অন্যতম।
It was raining fish!…In Texarkana, Texas literally last week. pic.twitter.com/8ZwvkgHgAZ
— Denn Dunham (@DennD68) January 2, 2022
প্রাণী বৃষ্টি তখনই হয় যখন কোনও জলাশয়ের উপরিভাগে থাকা ছোট ছোট প্রাণীগুলো ঝড়ের দাপটে ভূপৃষ্ঠের ওপরে উঠে যায় এবং পরে সেগুলো বৃষ্টির সঙ্গেই বৃষ্টির আকারে পড়তে শুরু করে। যদিও এটি একটি অস্বাভাবিক ঘটনা তবুও টেক্সারকানা শহরের বহু বাসিন্দা এই ঘটনা দেখে বিস্মিত।”
সূত্র: ফক্স নিউজ, ইউএস টুডে