কক্সবাজারের প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে আবদুর রশিদ নামের এক ব্যক্তির শখের বড়শিতে ধরা পড়েছে ৭০কেজি ওজনের একটি ভোল মাছ। সংরক্ষণের ব্যবস্থা না থাকায় মাছটি কেটে প্রতি কেজি ১ হাজার টাকা করে বিক্রি করা হয়েছে।

বুধবার বিকাল সাড়ে ৫টায় সেন্টমার্টিন দ্বীপের ডেইলপাড়া পাথুরে সৈকত সংলগ্ন সমুদ্রে জনৈক আবদুর রশীদের বড়শিতে মাছটি উঠে আসে। আবদুর রশিদ সাংবাদিকদের বলেন, শখের বসে দ্বীপের উত্তর-পূর্ব প্রান্তে ডেইলপাড়া পাথুরে সৈকত সংলগ্ন সমুদ্রের অগভীর পানিতে বড়শি পেতেছিলেন তিনি। এ সময় সুতায় টান পড়লে বড়শি গুটিয়ে তীরে টেনে নিয়ে এলে বিশালাকায় ভোল মাছটি উঠে আসে। পরে স্থানীয় বাজারে এক ব্যবসায়ীর কাছে ৫০ হাজার টাকায় মাছটি বিক্রি করে দেন মাছটি।

আজ বুধবার বিকেলে মাছটি নিয়ে আব্দুর রহমান বাজারে পৌঁছালে উৎসুক জনতা মাছটি দেখতে ভিড় জমায়। এ সময় আব্দুর রহমানের কাছ থেকে ৫০ হাজার টাকায় স্থানীয়রা মাছটি কিনে নেন।

স্থানীয় বাসিন্দা আবদুল আজিজ বলেন, আমরা সেন্টমার্টিন দ্বীপের ৫০ জন মিলে নিজেরা খাওয়ার জন্য প্রায় ৮০ কেজি ওজনের মাছটি কিনেছি। বড় মাছ আটকা পড়েছে খবর শুনে স্থানীয়রা আনন্দ উল্লাস করেন।

টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, এটি সাধারণত বিরল প্রজাতির মাছ। মাছটি গভীর সাগরেই পাওয়া যায়। সেন্টমার্টিনে বড়শিতে এতো বড় মাছ কোনোদিন ধরা পড়েছে বলে শুনিনি। সম্ভবত অনেক দিন সাগরে মাছ ধরা বন্ধ থাকায় নিরাপদ মনে করে মাছটি সেখানে গিয়েছিল।