সম্প্রতি ‘ব্রুইজড’-এর শুটিংয়ের প্রথমদিনই পাঁজরের দুটো হাড় ভাঙে হলিউড তারকা হ্যালি বেরির। মূলত একটি দৃশ্যের অনুশীলন করতে গিয়েই দুর্ঘটনার শিকার তিনি। কিন্তু ভাঙা পাঁজর নিয়েই চালিয়ে যান ৫৪ বছর বয়সী এ অভিনেত্রী।
হ্যালির স্টান্ট কো-অর্ডিনেটর এরিক ব্রাউন বলেন ‘আঘাতটা গভীরই ছিল। তবুও তিনি কাজ চালিয়ে গিয়েছিলেন। আমি আরও অনেকের সঙ্গে কাজ করেছি। তবে হ্যালির মতো কাজপাগল কাউকে পাইনি।’
হ্যালির এমন ভাঙাভাঙির ইতিহাস এটাই প্রথম নয়। এর আগে ‘জন উইক চ্যাপ্টার-৩’ করার সময়ও মারাত্মক চোট পান। সেই ঘটনার কথা ভেবেই এবার শুটিং চালিয়ে যাবার সাহস পেয়েছেন। হ্যালি তার টুইটে জানিয়েছেন, এ বছরের নভেম্বরেই নেটফ্লিক্সে আসবে ‘ব্রুইজড’।