একই সঙ্গে যাত্রী ও মালামাল বহন করার জন্য দোতলা ট্রেন চালুর পরিকল্পনা করেছে ভারত। বিশেষ ওই ট্রেনের এক তলায় যাত্রী ও আরেক তলায় মালামাল বহন করার পরিকল্পনা করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
২০টি কামরা বিশিষ্ট এ ধরনের দুইটি ট্রেন ভারতের রেল কোচ ফ্যাক্টরিতে নির্মাণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়। দুটি ট্রেনের নির্মাণ খরচ ধরা হয়েছে ১৬০ কোটি রুপি।
এই ট্রেন দু’টি কোনো নির্দিষ্ট পথে নিয়মিত চলবে। যাত্রীদের পাশাপাশি পণ্যও নিয়মিত এক জায়গা থেকে অন্যত্র নিয়ে যাওয়া হবে। সেই হিসাবে ভারতের কোনো ট্রেন এই প্রথম টাইমটেবল মেনে পণ্য পরিবহণ করবে।
এর ফলে পণ্য পরিবহণের পরিমাণও বাড়বে বলে দেশটির রেল কর্তৃপক্ষ ধারণা করছে। রেল সূত্রে জানা গেছে, নতুন ধরনের এই কামরার উপরতলায় ৭২ জন যাত্রী সফর করতে পারবেন। আর নিচ তলায় চার থেকে পাঁচ টন পণ্য পরিবহণ করা যাবে।