ভারতে আবারো ভেঙে পড়ল একটি মিগ-২১ যুদ্ধবিমান। আজ শুক্রবার নিয়মমাফিক ট্রেনিং চলাকালীন রাজস্থানের আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে ভারতীয় বিমানবাহিনীর এই যুদ্ধবিমান। যুদ্ধবিমানের পাইলটের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে বলে জানা গেছে।
ভারতীয় গণমাধ্যম বলছে, ওই মিগ-২১ যুদ্ধবিমান জয়সলমীরের সাম থানার অন্তর্গত ডেজার্ট ন্যাশনাল পার্ক সংলগ্ন এলাকায় ভেঙে পড়ে। জয়সলমীরের পুলিশ সুপার অজয় সিংহ এ কথা জানিয়েছেন।
ভারতীয় বিমানবাহিনীর পক্ষ থেকে টুইট করে এই দুর্ঘটনার খবর জানানো হয়। ওই মিগ-২১ বিমানটি ওয়েস্টার্ন সেক্টরে একটি প্রশিক্ষণ সংক্রান্ত আউটিংয়ের সময় দুর্ঘটনার মুখে পড়ে। তবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। এই ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্র : এনডিটিভি।