তবে কি বেজায় মন কষাকষি চলছে বলিউডের লাভবার্ড রণবীর কাপুর ও আলিয়া ভাটের মধ্যে। সম্প্রতি একটি ভিডিও প্রকাশ্য হওয়ায় সেই প্রশ্নটাই এখন সবচেয়ে চর্চিত।

গতকালই (২৮ ডিসেম্বর) নতুন বছর উপলক্ষে একসাথে মুম্বাই ছেড়েছেন ‘রালিয়া’। আর এরপরই ভাইরাল হয়েছে নতুন ভিডিওটি।

দিদি শাহিন ভাটের সাথে রণবীরকে নিয়ে ডিনারে মুম্বাইয়ের এক রেস্তোরাঁয় গিয়েছিলেন অভিনেত্রী। তখনই ঘটে ঘটনাটা।

কয়েক সেকেন্ডের সেই ভিডিওতে দেখা যায়, ‌রেস্তোরাঁ থেকে বের হয়ে প্রথমে শাহিনকে গাড়িতে তুলে দেন আলিয়া। আর সেইসময়ই অভিনেত্রীকে ছেঁকে ধরেন কিছু মানুষ। প্রেমিকাকে ভিড় থেকে বাঁচাতে এগিয়ে আসেন রণবীর। ধরতে যান আলিয়ার হাত। কিন্তু ঝটকায় সেই হাত সরিয়ে দেন আলিয়া। তারপর গটগট করে হেঁটে গিয়ে নিজের গাড়িতে ওঠেন। পেছনে চুপচাপ এসে সেই গাড়িতে উঠতে দেখা যায় রণবীরকে।

আর এই ভিডিও ভাইরাল হতেই প্রশ্ন তুলতে শুরু করেছেন ‘রালিয়া’ ভক্তরা! ‘ওদের মধ্যে ঝগড়া হয়েছে নাকি’, ‘আলিয়া কি কাঁদছিল’, ‘রণবীর বেচারা ভয় পেয়ে গিয়েছে আলিয়ার রাগ দেখে’র মতো একাধিক ঝাঁঝালো মন্তব্য জমা হয়েছে সেখানে।

ভিডিওতে আরও দেখা যায়, ওয়াল শোল্ডার ড্রেস পরেছিলেন আলিয়া। খুব হালকা মেকআপ ও জুয়েলারিবিহীন ছিলেন তিনি। চুল বেঁধেছিলেন পনিটেলে। আর রণবীর কালো জ্যাকেটের সঙ্গে পরেছিলেন জিন্স।

সূত্র: হিন্দুস্তান টাইমস