ইতালির উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে ৩৭ জন নিখোঁজ রয়েছে । জাতিসংঘের শরণার্থী সংস্থার বরাতে এ তথ্য জানায় আন্তর্জাতিক একাধিক সংবাদমাধ্যম।

খবরে বলা হয়েছে, ইতালির লাম্পাডুসা দ্বীপের উপকূলীয় এলাকায় অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী নৌকাটি ডুবে যায়। ৪৬ জন আরোহী নিয়ে নৌকাটি তিউনিসিয়া থেকে ছেড়ে আসে। আরোহীরা ক্যামেরুন, বুরকিনা ফাসো ও আইভরি কোস্টের নাগরিক। নৌকাডুবির ঘটনায় অন্তত ৩৭ জন নিখোঁজ রয়েছেন।

আরও বলা হয়েছে, নিখোঁজ ব্যক্তিদের মধ্যে সাতজন নারী । যে কয়েকজন প্রাণে বেঁচে গেছেন তাদের সবাই প্রাপ্তবয়স্ক পুরুষ।

ইতালিতে জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রতিনিধি চিয়ারা কারদোলেত্তির বরাতে জানানো হয়েছে, নৌকাডুবির ঘটনায় নিখোঁজ থাকা ব্যক্তিদের মধ্যে অন্তত একটি নবজাতক রয়েছে।