রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। আজ শুক্রবার বিকেল ৪টা ১২ মিনিটের দিকে এ ভূকম্পন অনুভূত হয়।
আমেরিকান ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য মতে, ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমার-ভারত সীমান্তে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৪। ভূপৃষ্ঠ থেকে ৫৬.৮ কিলোমিটার গভীরে ছিল এর অবস্থান।
প্রায় একই তথ্য দিয়েছে ইউরোপিয়ান সিসমোলজিক্যাল আর্থকোয়াক সেন্টার (ইএসএমসি)।
আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক বলেন, মিয়ানমার ও ভারত সীমান্তে ৪টা ১২ মিনিট ৩১ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়। এ ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৩। তাই এটাকে মাঝারি মাত্রার ভূমিকম্প বলতে পারি। এখন পর্যন্ত চট্টগ্রামের আশপাশের কয়েকটি এলাকা থেকে ভূমিকম্পের খবর পাওয়া গেছে। এছাড়া অন্য কোথাও থেকে ভূমিকম্পের খবর পাওয়া যায়নি।