ভ্যালেন্টাইনস ডের আগমুহূর্তে স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করলেন রাখি সাওয়ান্ত। রিতেশ ও তার পথ এখন থেকে আলাদা বলে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন এই হিন্দি চলচ্চিত্র অভিনেত্রী।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, রোববার সোশ্যাল মিডিয়ায় নিজের অনুরাগী এবং শুভাকাঙ্ক্ষীদের বিচ্ছেদের বিষয়টি জানান রাখি।
তিনি লিখেছেন, সবাইকে জানাতে চাই— আমি এবং রিতেশ আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বিগ বস শোর পর অনেক কিছু ঘটে গেছে। আমি তার সম্পর্কে এমন অনেক কিছু জানতাম না, যা জেনেছি। জানার পর যা মেনে নেওয়া সম্ভব নয়। আমরা আমাদের এ সমস্যা মিটিয়ে নেওয়ার অনেক চেষ্টা করেছিলাম। কিন্তু এই পরিস্থিতিতে আলাদা থাকাই সেরা উপায়।
রাখি আরও লিখেছেন— নিজেরা নিজেদের মতো থাকব। আমার মন এক্কেবারে ভেঙে গেছে। ভ্যালেন্টাইনস ডের আগেই এমনটি হতে হলো। কিন্তু সিদ্ধান্ত তো নিতেই হতো। রিতেশকে ভবিষ্যতের জন্য অনেক শুভেচ্ছা। আর আমি এই সময় কাজে মন দিতে চাই। নিজের জীবনকে সুন্দর করে তুলতে চাই। আমার সবসময় সাপোর্ট করার জন্য পরিস্থিতি বোঝার জন্য অনেক ধন্যবাদ।
বলিউডের মির্চি গার্ল রাখি সাওয়ান্ত কি সত্যিই বিবাহিত? এই প্রশ্ন অনেক দিন ধরেই সরগরম ছিল বলিউডে। তবে রাখি প্রকাশ্যে একাধিকবার দাবি করেছিলেন, রিতেশ নামে একজনের সঙ্গে তিনি সাত পাকে বাঁধা পড়েছেন। শিগগিরই তাকে সবার সামনে নিয়ে আসার প্রতিশ্রুতিও দিয়েছিলেন।
অবশেষে ‘বিগ বস’ নিজের স্বামী হিসেবে রিতেশের সঙ্গে সবার পরিচয় করিয়ে দেন রাখি।
রিতেশও বলেন, আমার স্ত্রী রাখি কখনও মিথ্যা কথা বলে না। আমি ওকে সবার সামনে গ্রহণ করতে পারিনি, সেটি আমার দোষ। আমার পেশাগত সমস্যা ছিল, তাই রাখিকে অপেক্ষা করতে বলেছিলাম।
ভালোবাসার এই অঙ্গীকারের কিছু দিনের মধ্যেই ভেঙে গেল তাদের সংসার।