সৌদি আরবের ক্রাউন্স প্রিন্স হওয়ার পর থেকেই নারীদের গাড়ি চালনার অনুমতি, ধর্মীয় পুলিশের ক্ষমতা খর্ব করাসহ নানা ধরণের সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছেন মোহাম্মদ বিন সালমান। এবার মদ পানের ওপর থেকেও নিষেধাজ্ঞা শর্তসাপেক্ষে উঠিয়ে নেওয়ার বিষয়ে চিন্তা ভাবনা চলছে। তবে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। উপসাগরীয় দেশগুলোতে বিদেশিদের শর্তসাপেক্ষে মদপানের অনুমতি দেওয়া হয়েছে। তবে এখনো সৌদি আরবে মদপান নিষিদ্ধ।
মোহাম্মদ বিন সালমানের ‘ভিশন ২০৩০’ এর অংশ হিসেবে গড়ে তোলা হচ্ছে মেগাসিটি নিওম। সেখানে বিশ্বের বিভিন্ন প্রান্তের মেধাবীরা আসুক এটাই চায় সৌদি কর্তৃপক্ষ। মদ পানে অনুমতির বিষয়টির দিকে ইঙ্গিত করে নিওমের টেক অ্যান্ড ডিজিটাল হোল্ডিং কোম্পানির প্রধান নির্বাহী জোসেফ ব্র্যাডলি জানিয়েছেন, ‘আমরা এমন একটি আইন তৈরি করতে যাচ্ছি যেটা পর্যটকদের আকৃষ্ট করবে, প্রযুক্তি খাতকে আকৃষ্ট করবে এবং নির্মাণ শিল্পকে আকৃষ্ট করবে’।
চলতি মাসে সৌদি আরবের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সীমিত পরিসরে (নির্দিষ্ট জায়গায় কিংবা শুধু বিদেশিদের জন্য) মদ পানের অনুমতির বিষয়টি বিবেচনায় আছে। তবে এটি বাস্তবায়িত হলে তীব্র সমালোচনা শুরুর আশঙ্কা আছে।
সূত্র : ফ্রান্স ২৪