মানবতাবিরোধী অপরাধের মামলায় যশোরের বাঘারপাড়ার চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার (২৫শে জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. আবু আহমেদ জমাদার ও বিচারপতি কে এম হাফিজুল আলম।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. আমজাদ হোসেন মোল্লা, মো. ওহাব মোল্লা, মো. মাহতাব বিশ্বাস ও মো. ফসিয়ার রহমান মোল্লা। এর আগে গত বুধবার (২১ জুন) রায়ের জন্য আজকের দিন ধার্য করে ট্রাইব্যুনাল।

মামলায় রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন- প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী, মো. সাহিদুর রহমান ও রেজিয়া সুলতানা চমন। আসামিপক্ষে ছিলেন- রাষ্ট্রনিযুক্ত আইনজীবী গাজী এম এইচ তামিম ও আব্দুস সাত্তার পালোয়ান।

এর আগে চূড়ান্ত শুনানি শেষে ১১ মে মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়। তারই ধারাবাহিকতায় এ রায় ঘোষণা করা হলো।

জানা গেছে, চারজনের মধ্যে আমজাদ হোসেন মোল্লা কারাগারে আছেন। এখনও পলাতক রয়েছেন  অন্য তিনজন। মোট পাঁচ আসামির মধ্যে নওশের নামের একজন মারা গেছেন।

মামলা সূত্রে জানা যায়, তুলে নিয়ে নির্যাতন ও আটকসহ মানবতাবিরোধী নানা অপরাধের চারটি অভিযোগ এনে তাদের নামে মামলা করা হয়। ২০১৬ সালের ৪ এপ্রিল এ মামলার তদন্ত শুরু হয়। ২০১৮ সালের ১৬ এপ্রিল শেষ হয় তদন্ত। মামলায় তদন্ত কর্মকর্তাসহ আট সাক্ষী জবানবন্দি দিয়েছেন।