আধুনিক যুগে সাংবাদিকতার ধরণ বদলে গেছে। কিন্তু গুরুত্ব এতটুকু কমেনি। কারণ মানুষের রয়েছে তথ্যের চাহিদা। সেই সঙ্গে সমাজের অসঙ্গতির বিরুদ্ধে লড়াইটাও চলমান। ফলে নানা উপায়ে মানুষ তথ্য পেতে চায়। সেই তথ্য ছড়িয়ে দিতে চায় অন্যদের মধ্যে। তবে চ্যালেঞ্জটা হচ্ছে তথ্যগুলো কি বস্তুনিষ্ঠ হচ্ছে কিনা! সামাজিক যোগাযোগ মাধ্যমের এই সময়ে তথ্য অনেক সহজলভ্য। ফলে তথ্য বিকৃতি ও মানুষের মানহানির ঝুঁকিটাও হয়েছে প্রবল। এই চ্যালেঞ্জটিকে সঙ্গী করেও গণমাধ্যম এখনো সাধারণ মানুষের অন্যতম বন্ধু।
সংবাদমাধ্যমকে বলা হয় ফোর্থ স্টেইট। একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থায় সংবাদপত্রের স্বাধীনতা সবচেয়ে উচ্চারিত এবং কাঙ্খিত একটি বিষয়। সেই সঙ্গে দেশে দেশে সাংবাদিকের নিরাপত্তার প্রসঙ্গটিও বহুল আলোচিত। কোন সভ্য সমাজই কল্পণা করা যায় না মুক্ত গণমাধ্যম ছাড়া। অথচ বিশ্বের বিভিন্ন দেশে সংবাদ, সাংবাদিক এবং সংবাদমাধ্যমের স্বাধীনতার বিষয়টি এখন প্রবলভাবে বাধার মুখে। এমনকি পৃথিবীর শ্রেষ্ঠ গণতান্ত্রিক ব্যবস্থা এবং বাক স্বাধীনতার দেশ আমেরিকাতেও সদ্য সাবেক হয়ে যাওয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়ে গণমাধ্যমকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়া হয়েছিল। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং সংবাদমাধ্যম, রীতিমতো মুখোমুখি অবস্থান নিয়েছিল। বেশিরভাগ সংবাদমাধ্যমই প্রেসিডেন্ট ট্রাম্প ও তার সমর্থকদের পছন্দ ছিল না। কেননা তারা তাঁকে কঠোর সমালোচনা করে সংবাদ প্রকাশ করছিল। আর প্রেসিডেন্ট ট্রাম্পের কল্যাণেই বোধকরি ‘ফেক নিউজ’ শব্দটি ছিল বহুল উচ্চারিত। তবে অবস্থা এখন বদলেছে আমেরিকায়। এটাই আশার কথা। সত্য যত কঠিনই হোক, মেনে নেয়ার মানসিকতা থাকতে হবে। যদিও সত্যের সঙ্গে মিথ্যার লড়াইটা চিরন্তন।
গণমাধ্যমের কাজ তথ্য- উপাত্ত আর তার বিশ্লেষণ মানুষের সামনে তুলে ধরা। সেটা কারো বিপক্ষে গেলেও। তবে হ্যাঁ, এটাও সত্য, গণমাধ্যমকে দায়িত্বশীলও হতে হয়। ‘সচল সংবাদ সবসময়’ এই শ্লোগান নিয়ে যাত্রা শুরু করছে ‘এফবি নিউজ টোয়েন্টিফোর সেভেন ডট কম’ নামে নতুন একটি অনলাইন পত্রিকা। পত্রিকাটি প্রকাশের উদ্যোগ নেয়ার সময় আমরা ভেবেছি সাধারণ মানুষের ন্যয়সঙ্গত দাবির সঙ্গে সবসময় পাশে থাকবো। সেই সঙ্গে দুনিয়াজোড়া প্রবাসী বাংলাদেশিদেরকে এক সূঁতোয় গাঁথার প্রচেষ্টাও আমাদের থাকবে। প্রবাসীদের সাফল্য, হাসি, কান্না তুলে ধরবে এই সংবাদমাধ্যম। বাংলাদেশের গৌরব তুলে ধরবে বিশ্বের মানুষের কাছে। সেই সঙ্গে থাকবে বস্তুনিষ্ঠ সংবাদ। এফবি নিউজে পাবেন যুক্তরাষ্ট্রসহ পৃথিবীতে ঘটে যাওয়া সবশেষ সংবাদ। পৃথিবীজুড়ে প্রতিনিয়ত ঘটে চলেছে কত ঘটনা। রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, অপরাধ, খেলাধুলা, বিনোদন কিংবা সাহিত্য সব থাকবে। আর থাকবে সংবাদের তরতাজা সব বিশ্লেষণ থাকবে।
এর আগে ফ্লোরিডার প্রথম বাংলা ভাষার টেলিভিশন ‘এফবি টিভি’ প্রতিষ্ঠা করে আপনাদের বিপুল ভালোবাসা পেয়েছি। ‘প্রবাসে আপনার পাশে’ এই শ্লোগান নিয়ে যাত্রা শুরু করা টেলিভিশন দর্শকপ্রিয় হয়ে এগিয়ে চলেছে। সেই সাথে www.fbnews247.com এর পাশেও আপনারা থাকবেন, এটাই আমাদের আশা।
টিটন মালিক
সম্পাদক ও প্রকাশক
www.fbnews247.com